ইসলামী জ্ঞান কেবল কিতাবি নয় আমল আখলাকের বাস্তব প্রতিফলন

দাওয়াহ বিভাগের বিদায় অনুষ্ঠানে আইআইইউসি উপাচার্য

| রবিবার , ১৩ জুলাই, ২০২৫ at ১০:৫৬ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর দাওয়াহ ও ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্রীদের বিদায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেছেন, ইসলামী জ্ঞান কেবল কিতাবি নয় আমল ও আখলাকের বাস্তব প্রতিফলন। শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান তাদের জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা। তারা যে অর্জনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে, তা শুধু একাডেমিক সাফল্যের প্রতীক নয়এটি দায়িত্ব, আত্মিক পরিপক্বতা এবং মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করার প্রতিশ্রুতিরও প্রতিচ্ছবি।

গতকাল শনিবার আইআইইউসি’র দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে সেন্ট্রাল অডিটরিয়ামে আয়োজিত দাওয়াহ বিভাগের অনার্স ৪১৪৫ ব্যাচের ছাত্রীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইআইইউসির তিনি এসব কথা বলেন। দাওয়াাহ বিভাগের চেয়ারম্যান আ ফ ম নূরুজ্জামানের সভাপতিত্বে এ আয়োজনে বিশেষ অতিথি ছিলেন আইআইইউসি’র ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান। অতিথি ছিলেন, শরীয়াহ অনুষদের ডিন প্রফেসর ড. রশিদ জাহেদ, প্রফেসর ড. শাফী উদ্দিন মাদানী, সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আমিনুল হক, সহকারী অধ্যাপক শাহজালাল মাদানী, সহকারী অধ্যাপক ড. সাইফুল ইসলাম প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে আইআইইউসি’র ট্রেজারার প্রফেসর ড. মাহবুবুর রহমান বলেন, আখিরাতের সফলতাই হলো আসল সফলতা। দুনিয়া থেকে কল্যাণকর জ্ঞান ও কাজ আমাদেরকে আখিরাতে সফলতা দান করবে। অনুষ্ঠানে ‘জুলাইয়ের গীতি আলেখ্য’ নামে জুলাই বিপ্লবের উপর একটা বিশেষ পরিবেশনা উপহার দেয় দাওয়াহ বিভাগের ছাত্রীরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় শোহাদায়ে কারবালা মাহফিল
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে দোকানদারের ওপর হামলার অভিযোগ, ব্যবসায়ী সমিতির বিক্ষোভ