ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর আওতাধীন ডবলমুরিং থানা শাখার প্রতিনিধি সম্মেলন গতকাল বিকাল তিনটায় আগ্রাবাদস্থ সিটি শপিং কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা এম. ওয়াহেদ মুরাদ। ডবলমুরিং থানা শাখার সভাপতি এম. জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মুহাম্মদ বোরহান উদ্দিন শাদমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ডবলমুরিং থানার সভাপতি মাওলানা হাসমত আলী তাহেরী ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান, প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর সভাপতি কাউসারুল ইসলাম সোহেল, বিশেষ বক্তা ছিলেন ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. দিদারুল আলম, আলাউদ্দিন, জাহাঙ্গীর আলম রুবেল, আবু বকর সিদ্দিক, ইশতিয়াক রাফি, আলী আজাদ রিজভী, জেসান উল্লাহ পিয়াল, সাইফুল ইসলাম আরমান, ইসতাকুর আনোয়ার রাহিব, রবিউল হোসাইন মিয়াজি প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে মো. আবু বকর সিদ্দিককে সভাপতি ও সাইফুল ইসলাম আরমানকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট ২০২২-২৩ কার্যকরী কমিটি গঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।