ইসলামী কৃষ্টি সংস্কৃতি প্রসারে গণমাধ্যম জোরালো ভূমিকা রাখতে পারে

হিজরি নববর্ষ উদযাপন পরিষদের নাত জলসায় বক্তারা

| শনিবার , ২৯ মার্চ, ২০২৫ at ৫:৪৬ পূর্বাহ্ণ

হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে নাত জলসা ও ইফতার মাহফিল ২৫ মার্চ নগরীর মুরাদপুরস্থ একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। পরিষদের চেয়ারম্যান আল্লামা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আঞ্জুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক গবেষক আল্লামা এম এ মান্নান। পরিষদের মহাসচিব মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামী কৃষ্টি সংস্কৃতি মানুষের মনন চেতনাকে জাগ্রত ও পরিশীলিত করে। প্রধান অতিথি আল্লামা এম এ মান্নান বলেন, হিজরি নববর্ষ উদযাপন পরিষদ ইসলামী কৃষ্টি সংস্কৃতিকে প্রসারিত করতে অনন্য অবদান রাখছে। সভাপতির বক্তব্যে আল্লামা আশরফ শাহ বলেন, গণমাধ্যমের সাহায্যে ইসলাম ও সুন্নিয়ত চর্চা বেগবান করে নতুন প্রজন্মকে পথ দেখাতে হবে। নাত জলসায় আলোচনায় অংশ নেন, আল্লামা শাহ নূর মোহাম্মদ আলকাদেরী, সাংবাদিক স ম ইব্রাহীম, অধ্যক্ষ মাওলানা বদিউল আলম রিজভি, অধ্যক্ষ আবু তালেব বেলাল, সাংবাদিক আবসার মাহফুজ, সংগঠক এম সোলাইমান ফরিদ, রাজনীতিবিদ এম. নূরুল ইসলাম জেহাদী, মাওলানা রেজাউল করিম তালুকদার, অধ্যাপক মীর আবদুর রহিম মুনিরী, লেখক আবু নাছের তৈয়ব আলী, মাস্টার আবুল হোসাইন, সাংবাদিক আ ব ম খোরশিদ আলম খান, মাওলানা এনাম রেজা, নাছির উদ্দিন মাহমুদ, সৈয়দ মুহাম্মদ আবু আজম, এরশাদ খতিবী, মহিউল আলম চৌধুরী, মাওলানা শেখ আরিফুর রহমান, আমান উল্লাহ, আলমগীর ইসলাম বঈদি, আজিম উদ্দিন আহমদ, মুহাম্মদ আলমগীর হোসাইন, সৈয়দ সালাহ উদ্দিন খোকন, আমান উল্লাহ আমান, আলী আক্কাস নূরী, আবদুল করিম সেলিম, ওসমান গনি কাদেরী, অ্যাডভোকেট মিজান উদ্দিন, মাওলানা আব্দুল্লাহ আল মাসুম, রবিউল হোসেন সুমন, মোশাররফ হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিতর্কের মুখে প্রসিকিউটর সিলভিয়ার নিয়োগ বাতিল
পরবর্তী নিবন্ধশিক্ষক নুরুল আহাদ তালুকদারের স্মরণসভা