ইসলামী আন্দোলন মহানগরের গণমিছিল

| রবিবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:১২ পূর্বাহ্ণ

ইসলামী আন্দোলন চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে আগামী জাতীয় নির্বাচন পি আর পদ্ধতিতে করা, জুলাই হত্যাকান্ডের বিচার সম্পন্ন ও প্রয়োজনীয় সংস্কারের দাবিতে গতকাল শনিবার আগ্রাবাদ মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে একটি গণমিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। মহানগর সভাপতি মুহাম্মদ জান্নাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ সঞ্চালনা করেন মহানগর এসিস্ট্যান্ট সেক্রেটারী অ্যাডভোকেট পারভেজ তালুকদার ও সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম। বক্তব্য রাখেন বিভিন্ন থানা ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশ থেকে অবিলম্বে পি আর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন ও প্রয়োজনীয় সংস্কার ও জুলাই হত্যাকান্ডের বিচার করার দাবি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরোটারি ক্লাব অব চিটাগাং সাউথের নিয়মিত সভা
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে আগুনে পুড়েছে ৫ বসতঘর