ইসলামী আন্দোলন চট্টগ্রাম মহানগরের সমাবেশ

| শনিবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:০১ পূর্বাহ্ণ

লালদিঘী ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর ও জেলার উদ্যোগে গতকাল শুক্রবার দ্রব্যমূল্যের উর্ধ্বগতিরোধ এবং সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদশেএর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি মুহাম্মাদ জান্নাতুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রেীয় উপদষ্টো প্রফসের ড. আফম খালিদ হোসেন, যুগ্ম মহাসচিব মুহাম্মদ আমিনুল ইসলাম, কেন্দ্রীয় চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দেলোয়ার হোসাইন সাকী, আল্লামা ড. বেলাল নুর আজিজী, শরফিুল ইসলাম রিয়াদ, মুজাহিদ সগীর আহমদ চৌধুরী, মাওলানা আব্দুল হামিদ, মুফতি মহিউদ্দিন আকবর আলী, ইঞ্জিনিয়ার রফিক, মাওলানা শেখ আমজাদ হোসেন, মাওলানা দিদারুল মাওলা, ওয়ায়েজ হোসেন ভূইয়া, আল মিজান মুহাম্মদ নোহেল, মুহাম্মদ জিল্লুর রহমানসহ চট্টগ্রাম মহানগর ও জেলা নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঘুমধুমে ৬০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ
পরবর্তী নিবন্ধঅসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ ছিল মুক্তিযুদ্ধের চেতনা