স্বৈরাচার হাসিনা সরকার পতন পরবর্তী ৯ দফা দাবিতে আগামী ১০ আগস্ট শনিবার লালদীঘি ময়দানে ইসলামী আন্দোলনের সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাইর পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। বিশেষ অতিথি থাকবেন, দলের সিনিয়র নায়েবে আমির, মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম (শায়খে চরমোনাই। এ উপলক্ষে প্রস্তুতি সভায় ইসলামী আন্দোলন মহানগরের সভাপতি মোহাম্মদ জান্নাতুল ইসলাম বলেন, এ সমাবেশ অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে চট্টগ্রামে ইতিহাস সৃষ্টি করবে। তিনি চট্টগ্রামবাসীকে সমাবেশে উপস্থিত হয়ে এই ফ্যাসিবাদের পতন পরবর্তী করণীয় ঠিক করতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।