ইসলামী আন্দোলনের সমাবেশ ১০ আগস্ট লালদীঘি ময়দানে

| বৃহস্পতিবার , ৮ আগস্ট, ২০২৪ at ৭:৪৩ পূর্বাহ্ণ

স্বৈরাচার হাসিনা সরকার পতন পরবর্তী ৯ দফা দাবিতে আগামী ১০ আগস্ট শনিবার লালদীঘি ময়দানে ইসলামী আন্দোলনের সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাইর পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। বিশেষ অতিথি থাকবেন, দলের সিনিয়র নায়েবে আমির, মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম (শায়খে চরমোনাই। এ উপলক্ষে প্রস্তুতি সভায় ইসলামী আন্দোলন মহানগরের সভাপতি মোহাম্মদ জান্নাতুল ইসলাম বলেন, এ সমাবেশ অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে চট্টগ্রামে ইতিহাস সৃষ্টি করবে। তিনি চট্টগ্রামবাসীকে সমাবেশে উপস্থিত হয়ে এই ফ্যাসিবাদের পতন পরবর্তী করণীয় ঠিক করতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের পদত্যাগ
পরবর্তী নিবন্ধআইনশৃঙ্খলা ও অর্থনীতি পুনরুদ্ধারে জরুরি ব্যবস্থা গ্রহণের আহ্বান