ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
ফয়জুল করিমের ব্যাংক তথ্য চাওয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ বলেন, নিয়মিত কাজের অংশ হিসেবে বিএফআইইউ এ ধরনের তথ্য চাইতে পারে। আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ বাংলাদেশ ব্যাংকের একটি ইউনিট হিসেবে পথচলা শুরু করলেও সেটি এখন স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে।
গতকাল মঙ্গলবার সংস্থাটির পক্ষ থেকে ফয়জুল করীমের ব্যাংক হিসাবের লেনদেনের তথ্য চেয়ে বাণিজ্যিক ব্যাংকগুলোকে চিঠি দেওয়া হয়। সেই চিঠি পাওয়ার পাওয়ার ৫ কর্মদিবসের মধ্যে তার লেনদেনের যাবতীয় তথ্য জানাতে বলা হয় ব্যাংকগুলোকে। খবর বিডিনিউজের।












