ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নেই আমাদের পথচলা

লোহাগাড়ায় শাহজাহান চৌধুরী

লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ২৫ অক্টোবর, ২০২৫ at ১০:৪৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরা ও কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নেই আমাদের পথচলা। আমরা যে ত্যাগ স্বীকার করছি, তা কেবলই আল্লাহর সন্তুষ্টির জন্য। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়। আমাদের রাজনীতি, আমাদের সংগ্রামসবই আল্লাহর বিধান প্রতিষ্ঠার লক্ষ্যে। বর্তমান সময়ে ইসলামের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চললেও আমরা ধৈর্য ও সাহস নিয়ে সে পথেই এগিয়ে যাব। যে পথ দেখিয়েছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)। আমরা ইসলামি আদর্শে বিশ্বাসী এবং সে আদর্শ প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। গত মঙ্গলবার বিকেলে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নলবনিয়া এলাকাবাসীর সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা জামায়াতের সহসেক্রেটারি মাওলানা সলিম উল্লাহর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাফিজুল হক নিজামী, সেক্রেটারি মাওলানা আনম নোমান ও ইউনিয়ন সেক্রেটারি মাহবুবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি ক্ষমতায় গেলে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করা হবে
পরবর্তী নিবন্ধকয়েকটি রাজনৈতিক দলের চাপে সরকার দিশাহারা : মঞ্জু