গারাংগিয়ার কামিল মাদরাসার তিন দিনব্যাপী মাহফিল, ঈদে মিলাদুন্নবী (সাঃ) এবং হযরত বড় হুজুর (রহ.) ও ছোট হুজুর (রহ.) এর বার্ষিক ঈছালে সওয়াব মাহফিল ২৪ ফেব্রুয়ারি সম্পন্ন হয়। এতে মোনাজাত পরিচালনা করেন গারাংগিয়ার পীর হযরত শাহ মাওলানা মুহাম্মদ আনওয়ারুল হক ছিদ্দিকী।
বার্ষিক মাহফিলের বিভিন্ন অধিবেশনে প্রধান অতিথি ছিলেন সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, আইআইইউসির ভিসি প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আহসান সাইয়েদ, সিডিএর সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম, সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান এম.এ মোতালেব, প্রবীণ রাজনীতিবিদ মোহাম্মদ ইদ্রিছ, চট্টগ্রাম আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট এ.এস.এম বজলুর রশিদ মিন্টু, হাফেজ মোহাম্মদ ইদ্রিছ, সাতকানিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন, জসিম উদ্দিন, এটিএম রশীদ ছিদ্দিকী প্রমুখ। মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন গারাংগিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নুরুল আজিম।
অনুষ্ঠান পরিচালনা করেন মুহাদ্দিস মাওলানা কুতুব উদ্দিন, প্রবীণ শিক্ষক আবু তাহের, মাস্টার মুহাম্মদ মহিউদ্দিন। সমাপনী দিবসের চতুর্থ অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন, ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম আজ সারাদেশে বিস্তৃত এবং ওলামাদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের প্রতিটি জেলা সদর ও উপজেলায় মডেল মসজিদ নির্মাণসহ ইসলামি মূল্যবোধ প্রচার–প্রসারে শেখ হাসিনার সরকার যে অবদান রেখেছে, তা সমকালীন মুসলিম দুনিয়ার ইতিহাসে অনন্য দৃষ্টান্ত হয়েই থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।












