সৌদি আরবে অনুষ্ঠানরত ৬ষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসে টেবিলে টেনিস ইভেন্টে মিক্সড ডাবলসে বাংলাদেশ পদক নিশ্চিত করেছে। বাংলাদেশ টেবিল টেনিস মিক্সড দল গতকাল কোয়ার্টার ফাইনালে মালদ্বীপ দলের বিরুদ্ধে ১৪–১২, ১১–৫ এবং ১১–৮ গেমে সরাসরি ৩–০ সেটে জয়লাভ করে সেমিফাইনাল নিশ্চিত করছে। সেই সাথে ভরোত্তোলনের পর দ্বিতীয় ডিসিপ্লিন হিসেবে টেবিল টেনিসে বাংলাদেশের পদকপ্রাপ্তি নিশ্চিত হয়েছে। বাংলাদেশ দলের পক্ষে এই ইভেন্টে অংশগ্রহণ করেন মো. জাভেদ আহমেদ এবং খই খই সাই মারমা। মালদ্বীপের পক্ষে খেলেন আইশাথ রাফা নাজিম এবং মুসা মুন্সেফ আহমেদ। আজ দুপুর আড়াইটায় ১ নং টেবিলে বাংলাদেশ সেমিফাইনালে মুখোমুখি হবে বাইরাইন দলের বিরুদ্ধে। বাহরাইনের সাথে জয়লাভ করতে পারলে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ফাইনালে মুখোমুখি হবে শক্তিশালী তুরস্ক অথবা আজারবাইজানের মধ্যে সেমিফাইলে বিজয়ী দলের সাথে। এদিনই পুরুষ ও নারী দ্বৈত ইভেন্টেও লড়েছে বাংলাদেশ। পুরুষ বিভাগে হৃদয় ও রামহিমের জুটি ৩–২ সেটে আলজেরিয়ার বিপক্ষে জয় পেয়েছে। তবে নারী জুটি সোমা ও খৈ খৈ মারমা ৩–২ সেটে তুরস্কের কাছে হেরে প্রি–কোয়ার্টারেই থেমে যায়।












