ইসলামিক সলিডারিটি গেমসে পদক জয়ের আশা সেফ দ্যা মিশনের

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ২ আগস্ট, ২০২২ at ১১:০২ পূর্বাহ্ণ

যেকোন গেমসের বিশ্ব আসর মানে বাংলাদেশের কেবলই অংশ গ্রহন। যদিও দক্ষিণ এশিয়ান গেমসে কিছু পদক লাভ করে বাংলাদেশ। বর্তমানে ইংল্যান্ডের বার্মিংহামে চলছে কমনওয়েলথ গেমসের আসর। সে আসরেও কেবলই অংশ গ্রহনে সন্তুষ্ট থাকতে হচ্ছে বাংলাদেশকে। আগামী ৯ আগস্ট থেকে শুরু হচ্ছে আরেকটি গেমসের বিশ্ব আসর। তুরস্কের কোনিয়াতে ১৮ আগস্ট পর্যন্ত চলবে ৫ম ইসলামিক সলিডারিটি গেম্‌স। এই গেমসেও অংশ নিচ্ছে বাংলাদেশ। আর এই গেমসে বাংলাদেশ দলের সেফ দ্যা মিশন নির্বাচিত হয়েছে চট্টগ্রামের ক্রীড়া সংগঠক বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ড. সিরাজউদ্দিন মো. আলমগীর।

এবারের ইসলামিক সলিডারিটি গেমসে বিশ্বের ৫৫টি মুসলিম দেশের প্রায় ৬০০০ প্রতিযোগী অংশগ্রহণ করছে। গেমসে বাংলাদেশ অংশ গ্রহন করছে ১১টি ইভেন্টে। যেখানে থাকছে ৫৮ জন প্রতিযোগী। যে ১১টি ইভেন্টে বাংলাদেশ অংশগ্রহণ করবে সেগুলো হচ্ছে আর্চারি, আর্টিস্টিক জিমন্যাস্টিঙ, এ্যাথলেটিঙ, ফেন্সিং, মহিলা হ্যান্ডবল, কারাতে, শ্যুটিং, সুইমিং, টেবিল টেনিস, ভারোত্তোলন, কুস্তি। এই ইভেন্ট গুলোর মধ্যে আর্চারীতে রোমান সানা, দিয়া সিদ্দিকি, ১০০মি স্প্রিন্টে লন্ডন প্রবাসি ইমরানুর রহমান, আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে নিউজিল্যান্ড প্রবাসী আলী কাদের হক, হাই জাম্পে উম্মে হাফসা রুমকি, কারাতে ইভেন্টে মারজানা আক্তার, সুমায়রা আক্তার অন্তরা, আল আমিন ইসলামসহ বেশ কয়েকটি ইভেন্টে অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে আমাদের। এবং তাদের হাত ধরে পদক লাভের আশাও করছেন বাংলাদেশ দলের সেফ দ্যা মিশন সিরাজুদ্দিন মো. আলমগীর।

গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি বলেন ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদের স্বপ্ন দেখছেন তিনি। তিনি বলেন অ্যাথলেটরা বেশ ভালভাবেই নিজেদের প্রস্তুত করেছেন। দেশে এবং বিদেশে একাধিক অ্যাথলেটকে প্রশিক্ষন দেওয়া হয়েছে। এখন গেমসে যষিদ তারা নিজেদের সেরাটা দিতে পারে তাহলে দেশের জন্য সম্মান বয়ে আনতে পারবে। বিশেষ করে আর্চারি থেকে পদক আশা করছেন তিনি। আগামীকাল বুধবার থেকে বাংলাদেশের খেলোয়াড় কর্মকর্তারা কয়েকভাগে বিভক্ত হয়ে তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। এছাড়া বর্তমানে কমনওয়েলথ গেমসে অংশ নিতে ইংল্যান্ডের বার্মিংহামে থাকা অ্যাথলেটরা সেখান থেকে তুরস্কে যোগ দেবে।

এছাড়াও যারা অণ্য দেশে প্রশিক্ষণ নিচ্ছে তারাও সেখান থেকে তুরস্কে দলের সাথে যোগ দেবে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান প্রধান অতিথি হিসেবে এই গেমসের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। আগামী ১৮ আগস্ট পর্দা নামবে এই ইসলামিক সলিডারিটি গেমসের। গতকালের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাস।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত
পরবর্তী নিবন্ধবাংলাদেশের ওয়ানডে পারফরম্যন্সের প্রশংসায় আইসিসি