ইসলামিক যুবফ্রন্ট চট্টগ্রাম মহানগর শাখার ব্যবস্থাপনায় সংগঠনের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা মহানগর সভাপতি সাইফুল ইসলাম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। নগর সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট মহানগর শাখার সভাপতি মুজিবুল হক শাকুর। তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড এখনো নিশ্চিত হয়নি। বৃহত্তর সুন্নী জোটের প্রার্থীদের ওপর হামলা ও প্রচারণায় বাধা নির্বাচনের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে। নির্বাচন কমিশন দ্রুত ব্যবস্থা নিতে ব্যর্থ হলে এ নির্বাচনও সাজানো নির্বাচন হিসেবে বিবেচিত হবে। প্রধান বক্তা ছিলেন যুবফ্রন্ট কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু সাদেক ছিটু। বিশেষ অতিথি ছিলেন ওমর ফারুক মাসুম। বক্তব্য রাখেন শাহেদুল ইসলাম মুন্না, মোরশেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












