ইসলামিক ফ্রন্ট মহানগর পরিষদের অভিষেক

| শনিবার , ১৫ জানুয়ারি, ২০২২ at ১১:১৯ পূর্বাহ্ণ

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে গতকাল শুক্রবার মোমিন রোড চেরাগি পাহাড়স্থ সালমা ভবন মিলনায়তনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের নব গঠিত কার্যকরি পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি এইচ এম মুজিবুল হক শাকুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এডভোকেট এম আবু নাছের তালুকদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, এস এম আব্দুল করিম তারেক, আক্কাস উদ্দিন খোন্দকার, এম আলম রাজু, ডা. মাওলানা ফজলুর রহমান, মাওলানা আব্দুর রহিম তৈয়বী, উপাধ্যক্ষ মাওলানা নাছির উদ্দিন আনোয়ারী, হাফেজ মাওলানা আবু তাহের, এম শাহেদ আলী, মাওলানা ওয়াহেদ মুরাদ, মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, লায়ন মোহাম্মদ এমরান, ডা. হাসমত আলী তাহেরী, মাওলানা মহিউদ্দিন তাহেরী, মাওলানা মাসুদ করিম চৌধুরী, ইলিয়াছ খান ইমু, অধ্যক্ষ শাহজাহান, শাহজাদা মঈনুদ্দিন সঞ্জরী, এস এম আবু ছাদেক ছিটু, মোহাম্মদ দিদারুল আলম সুন্নী, কাউসারুল ইসলাম সোহেল ও রাসেদুল আলম রাসেল প্রমুখ। এতে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলসমূহের পারস্পরিক ঐকমত্য প্রতিষ্ঠা খুবই জরুরি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁচতে চান মিন্টু
পরবর্তী নিবন্ধশীতার্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান