ইসলামিক ফ্রন্ট বোয়ালখালী উপজেলার কাউন্সিল

| মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫ at ১১:৩৩ পূর্বাহ্ণ

ইসলামিক ফ্রন্ট বোয়ালখালী উপজেলার গত ১৪ নভেম্বর গোমদন্ডি সোহাগ কমিউনিটি সেন্টারে দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি অধ্যাপক ইলিয়াস সিকদারের সভাপতিত্বে কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এস এম ফরিদ উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব স ম হামেদ হোসাইন। উদ্বোধক ছিলেন, দক্ষিণ জেলার সহ সভাপতি হাফেজ জহুরুল ইসলাম। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সহ সভাপতি মাস্টার মোহাম্মদ আনোয়ারুল আজিম। বিশেষ অতিথি ছিলেনমাওলানা মোহাম্মদ ওয়াহিদুল আলম নঙবন্দী, অধ্যক্ষ এন এম ফখরুদ্দীন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এম গিয়াস উদ্দীন চৌধুরী, মাস্টার মফিজুর রহমান, খ ম মোজাম্মেল হক কাদেরী, এম আবদুল মালেক রেজভী, এম এনামুল হক এনাম, এম মনজুর হোসেন মনজু, মামুনুর রশীদ মামুন, হাফেজ আবদুস সামাদ, মাওলানা জাহাঙ্গীর আলম, আকতার হোসেন, ডা. মাহবুবুল আলম, এম ইদ্রিস সওদাগর, তৌহিদ মুরাদ সুমন, এম গিয়াস উদ্দীন, এম নজরুল ইসলাম, আবু তৈয়ব রোকন, এম সাইফুল ইসলাম তাহেরী প্রমূখ। পরে সর্বসম্মতিক্রমে অধ্যাপক মাওলানা মোহাম্মদ ইলিয়াস শিকদারকে সভাপতি, গিয়াস উদ্দিন চৌধুরীকে সাধারণ সম্পাদক ও মোহাম্মদ এনামুল হক এনামকে সাংগঠনিক সম্পাদক করে ২০২৫২০২৭ সেশনের জন্য ৪১ সদস্যের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম ৮ আসনে এরশাদ উল্লাহর পক্ষে গণসংযোগ
পরবর্তী নিবন্ধপ্রয়াত ড. জ্ঞানশ্রী মহাথেরর পেটিকাবদ্ধ অনুষ্ঠান আজ