ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ বন্দর থানার উদ্যোগে দুস্থদের মাঝে নগদ অর্থ প্রদান

| রবিবার , ২৩ মার্চ, ২০২৫ at ১১:১১ পূর্বাহ্ণ

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ বন্দর থানার উদ্যোগে গত শুক্রবার বিকেল ৩টায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এলাকার অসহায় দুস্থদের মাঝে নগদ অর্থ সহয়তা প্রদান করা হয়। এ মানবিক কার্যক্রমের উদ্বোধন করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ বন্দর থানার সভাপতি মুহাম্মদ আলম রাজু। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেনশেখ মুহাম্মদ মহিউদ্দিন, নুরে আলম সিদ্দিকী, মুহাম্মদ হেলাল, বশির আহমদ, হাসান রাসেল, হাবিবুল ইসলাম, কাউসারুল ইসলাম সোহেল, আব্দুল হামিদ প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ বলেনঈদ হচ্ছে সর্বজনীন উৎসব।

ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়াই হচ্ছে ইসলামের শিক্ষা। তাই ঈদের আনন্দ থেকে যাতে কেউ বঞ্চিত না হয়, সেদিকে লক্ষ্য রাখা সকলেরই উচিত বলে মন্তব্য করে নেতৃবৃন্দ বলেনসমাজের পিছিয়ে পড়া অবহেলিত মানুষের ঈদ সেলিব্রেশন নিরুপদ্রব করার জন্য বিত্তবানদের মুক্তমনে এগিয়ে আসতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপবিত্র কোরআনে মানবজীবনের সকল বিষয়ের দিক নির্দেশনা রয়েছে
পরবর্তী নিবন্ধসংস্কার ও নির্বাচন আপন গতিতে চলা উচিত