ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন ও ভারপ্রাপ্ত মহাসচিব স ম হামেদ হোসাইন ২০২৪–২৫ অর্থ বছরের জন্য প্রদত্ত বাজেট প্রতিক্রিয়ায় বলেছেন– প্রস্তাবিত বাজেটে অতীতের ধারাবাহিকতাকেই বজায় রাখা হয়েছে।
অর্থমন্ত্রী এবারও ঘাটতি বাজেট উপস্থাপন করেছেন। বৈশ্বিক অর্থনৈতিক মন্দাজনিত সংকটে রাজস্ব আদায়ের টার্গেট পূরণ সম্ভব নয় বিধায় ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণ নির্ভরতা অধিকতর ঝুঁকিতে ঠেলে দেবে। ব্যাংকিং সেক্টরে নৈরাজ্য ও বিদেশে অর্থপাচার রোধে প্রস্তাবিত বাজেটে গৃহীত পদক্ষেপ মোটেও সন্তোষজনক নয় বলেও নেতৃবৃন্দ মন্তব্য করেন। এছাড়া খেলাপি ঋণ আদায়ে এবং শেয়ারবাজারসহ অর্থনৈতিকখাতের দুর্নীতি রোধকল্পে বাজেটে ইতিবাচক কোনো দিক নির্দেশনা নেই। শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাবরের মতোই অপ্রতুল বরাদ্দই রয়ে গেছে। বিনিয়োগ বৃদ্ধির কৌশল অবলম্বনে দূরদর্শিতার পরিচয় দেয়া হয়নি এবং ব্যয় এর ক্ষেত্রে যুৎসই ভারসাম্য রক্ষা করা হয়নি প্রস্তাবিত বাজেটে। প্রেস বিজ্ঞপ্তি।