ইসলামিক ফ্রন্ট বংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন– রাসূল (দ.) এর নবুওয়াত প্রাপ্তির পর হযরত খাদিজাতুল কোবরা (রাদ্বি) সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন। তিনিই একমাত্র মহিলা যাঁকে দুনিয়া থেকেই জান্নাতের সুসংবাদ দেয়া হয়েছিল। ইসলামিক ফ্রন্ট বংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে শনিবার নগরীর শাহ আমানত সেতু এলাকাস্থ অভিজাত রেস্টুরেন্ট হোটেল নবাবীয়ানা মিলনায়তনে হযরত খাদিজাতুল কোবরা (রাদ্বি,) এর ওফাত বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি উপরোক্ত মন্তব্য করেন।
ইসলামিক ফ্রন্ট বংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি স ম হামেদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এম ইব্রাহিম আখতারী, এইচ এম মুজিবুল হক শাকুর, অধ্যক্ষ মাওলানা ছৈয়দ জসিম উদ্দিন তৈয়বী। উপাধ্যক্ষ আল্লামা জাহাঙ্গীর আলম রেজভী, অধ্যক্ষ আল্লামা মুজিবুল হক চৌধুরী , অধ্যক্ষ মাওলানা কাজী আবদুল হান্নান। স ম শওকত আজিজ আজিজ ও মুরুল আবছার এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন– এস এম আবদুল করিম তারেক, অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন, অধ্যক্ষ ছৈয়দ মাওলানা আবু সালেহ, উপাধ্যক্ষ মাওলানা নাছির উদ্দীন আনোয়ারী, মাওলানা ইলিয়াস সিকদার, মাস্টার নুরুল আজিম, মাওলানা ওয়াহেদ মুরাদ, মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, অধ্যাপক শহিদুল্লাহ সাদা, মাও মালেক আশরাফী, একেএনবি নেতা আলী আজগর খান,এম কফিল উদ্দীন রানা, এস এম আবু ছাদেক ছিটু, মাও নুরুল আলম, গিয়াস উদ্দিন জাহেদ, আবদুল্লাহ আল মুমিন, মাসরুর রহমান, রাশেদুল ইসলাম রাশেল, মুরশেদ রেজা কাদেরী, মামুনুর রশিদ প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি।