ইসলামিক ফ্রন্ট প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ

কোতোয়ালী আসন

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৩ জানুয়ারি, ২০২৬ at ৮:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম(কোতোয়ালীবাকলিয়া) আসনে ইসলামিক ফ্রন্টের প্রার্থী মুহাম্মদ ওয়াহেদ মুরাদের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। গতকাল নির্বাচনী প্রচার শুরুর প্রথম দিনে বেলা সোয়া ১২টার দিকে নগরীর কোতোয়ালী থানাধীন সিরাজদ্দৌলা রোডের সাব এরিয়াতে প্রার্থীকে বহনকারী প্রাডো গাড়িতে ইট নিক্ষেপ করা হয় বলে অভিযোগ করেন ওয়াহেদ মুরাদ।

মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ বলেন, প্রচারণার প্রথম দিন বাসা থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যাওয়ার সময় আমার গাড়িতে হামলা চালানো হয়। তিনি বলেন, গাড়ির সামনের কাচে কে বা কারা ইট নিক্ষেপ করেছে। এতে গাড়ির সামনের কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পরপরই আমরা বিষয়টি থানা পুরিশকে অবহিত করেছি এবং তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দীন বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধবায়েজিদে যুবকের কাটা হাত পা উদ্ধার
পরবর্তী নিবন্ধবিদ্যার দেবী সরস্বতী পূজা আজ