ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার প্রতিনিধি সম্মেলন

| শনিবার , ২৩ আগস্ট, ২০২৫ at ১১:৪৩ পূর্বাহ্ণ

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা এস.এম. ফরিদ উদ্দীন বলেছেন ‘সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে অবশ্যই প্রশাসনের গুরুত্বপূর্ণ স্থানে সৎ, যোগ্য ব্যক্তিদের পদায়ন করতে হবে।’ তিনি বলেন, ‘মব জাস্টিজ বর্তমান সমাজে একটি মারাত্মক ব্যাধি, এই ব্যাধিকে চিরতরে নির্মূল করতে হবে।’ তিনি বুধবার দুপুরে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন। চট্টগ্রাম অক্সিজেন এলাকায় তৃশা কনভেনশন হলে আয়োজিত এ প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের উত্তরজেলার সভাপতি অধ্যক্ষ সৈয়দ জসীম উদ্দীন তৈয়বী। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের চট্টগ্রাম মহানগরের সভাপতি এইচ.এম মুজিবুল হক শাকুর, দক্ষিণ জেলার সাধারন সম্পাদক স.ম শহীদুল হক ফারুকী, অধ্যক্ষ হেলাল উদ্দীন আলকাদেরী। নির্বাচন কমিশানর ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ হাফেজ আহমদ।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মুহাম্মদ মোজাম্মেল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে ও সচিব কাজী মুহাম্মদ শফিউল আজমের সঞ্চালনায় প্রতিবেদন পেশ করেন সংগঠনের সাধারন সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন জিহাদী। বক্তব্য রাখেন মাওলানা রফিকুল ইসলাম তাহেরী, মাওলানা মমতাজ উদ্দীন হোসাইনী, মাওলানা রফিকুল ইসলাম নিজামী, মাওলানা আইয়ুব বদরী, আলহাজ মাসুদ হোসেন মেম্বার, মোজাম্মেল হোসেন, কাজী আহসানুল আলম, হাফেজ মোহাম্মদ হেলাল উদ্দীন, লোকমান হাকিম মেম্বার, মুহাম্মদ ইলিয়াছ, ফোরকান উদ্দীন জুয়েল, মুহাম্মদ শহীদুল্লাহ, আহমদ রেজা, রফিকুল আলম, শফিউল আজম, কাজী দিদারুল আলম, আতিক উদ্দীন চৌধুরী, .ম জাফর উল্লাহ, সেকান্দর হোসেন, আবু বকর ছিদ্দিক, রেজাউল করিম, নোমানুর রশীদ, আবদুল মান্নান জিকু, রাশেদুল ইসলাম রাশেদ, এইচ.এম ফোরকান, আব্দুর রহিম আজাদ, এরশাদ বোকারী, ফরিদুল হক, সাইফুল্লাহ চৌধুরী নয়ন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে ছুরিকাঘাতে যুবক আহত
পরবর্তী নিবন্ধবিভিন্ন উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত