ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে গতকাল শনিবার বিকেল ৩টায় নগরীর বহদ্দারহাট চত্বরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা, মুর্শিদপুরে মসজিদ–দরবার ভাংচুর, অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সহ সভাপতি হাজী মোহাম্মদ আলম রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন– ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন– ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান লায়ন মোহাম্মদ রফিক কোম্পানি। ডাঃ হাসমত আলী তাহেরীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন– মাস্টার মোহাম্মদ নুরুল আজিম, আক্কাস উদ্দীন খন্দকার, মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, মাওলানা ইদ্রিস তাহেরী, মাওলানা মাসুদ করিম চৌধুরী, আনিসুর রহমান, মোহাম্মদ নুরুল আবছার, মোহাম্মদ আলী আজগর, মোহাম্মদ দুলাল, ইঞ্জিনিয়ার রাসেদুল ইসলাম রাসেল, মোহাম্মদ শহিদুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বহদ্দারহাট হাট চত্বরে এসে শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।