ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে গতকাল শনিবার বিকেল ৪টায় শহীদ হালিম মিলনায়তনে ‘নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন ও ইসলামী দৃষ্টিভঙ্গি’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূখ্য আলোচক ছিলেন– ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। মূল প্রবন্ধকার ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী। আলোচক ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব স ম হামেদ হোসাইন, এইচ এম মুজিবুল হক শাকুর, মাওলানা মোহাম্মদ মুসা, অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, অধ্যক্ষ ছৈয়দ মাওলানা আবু ছালেহ, অধ্যক্ষ আল্লামা হেলাল উদ্দীন আলকাদেরী, আলম রাজু, মাওলানা মোহাম্মদ ওয়াহেদ মুরাদ, এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, উপাধ্যক্ষ মাওলানা নাছির উদ্দীন আনোয়ারী, মাওলানা হাসমত আলী তাহেরী, মাওলানা মহিউদ্দিন তাহেরী, মাওলানা আবদুল মালেক আশরাফী, অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন, লোকমান হাকিম মেম্বার, আনিসুর রহমান, এইচ এম সাদেক, এডভোকেট জসিম উদ্দীন মাহমুদ, এইচ এম নাছির উদ্দীন, মাস্টার জাহাঙ্গীর আলম, এস এম আবু ছাদেক ছিটু, কাজী আহসানুল আলম প্রমুখ। এতে আল্লামা এস এম ফরিদ উদ্দীন বলেছেন– নারী বিষয়ক সংস্কার কমিশন। যা পবিত্র ইসলামের সাথে পুরোপুরি সাংঘর্ষিক। শুধু তাই নয় এ প্রতিবেদনের মাধ্যমে ইসলাম ধর্ম ও এর বিধি–বিধানকে প্রশ্নবিদ্ধ করে একটি নতুন মতবাদ চাপিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছে। মূখ্য আলোচকের বক্তব্যে সংগঠনের মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন– এ কমিশন মূলত ধর্মবিদ্বেষী, পুরুষবিদ্বেষী ও পশ্চিমাদের অন্ধ অনুসারী নারীবাদী শ্রেণিদের নিয়ে গঠিত। এরা এদেশে জনগণের উপর পশ্চিমা ধ্যান–ধারণা চাপিয়ে দেয়ার অপচেষ্টা করছে।