ইমাম প্রশিক্ষণ একাডেমি চট্টগ্রামে ইসলামিক ফাউন্ডেশনের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র্যালি, কোরআনখানি, আলোচনা সভা ও দোয়া মাহফিল গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের পরিচালক বোরহান উদ্দীন মো. আবু আহসান। তিনি বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে ইসলামী দাওয়াত কার্যক্রমে ঐক্যবদ্ধভাবে মনোনিবেশ করার জন্য আহ্বান জানান।
বিশেষ অতিথি ছিলেন দৈনিক পূর্বদেশ পত্রিকার সহকারী সম্পাদক অধ্যক্ষ আবু তালেব বেলাল। সভাপতিত্ব করেন ইমাম প্রশিক্ষণ একাডেমি চট্টগ্রামের উপ–পরিচালক খাজা আহমদ মিয়াজী। ১ম পর্বে র্যালি এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনায় কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।