ইসলামিক ফাউন্ডেশনের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ইমাম প্রশিক্ষণ একাডেমী ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রামের উদ্যোগে শতাধিক ইমামের অংশগ্রহণে আলোচনা সভা ও দোয়া মাহফিল গত ২২ মার্চ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রশাসক মো. খোরশেদ আলম সুজন। বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের পরিচালক মো. তৌহিদুল আনোয়ার। সভাপতিত্ব করেন ইমাম প্রশিক্ষণ একাডেমীর উপ-পরিচালক মোহাম্মদ ইদ্রিস। প্রধান অতিথি বলেন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। তিনি সাড়ে তিন বছরের শাসনামলে ইসলামের অনেকগুলো কার্য সম্পন্ন করেছেন । সভাপতি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। প্রধানমন্ত্রী ইসলামিক ফাউন্ডেশনকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করেছেন। শেখ হাসিনার আমলে ইসলামের যে ব্যাপক অগ্রগতি হয়েছে আর কোন সরকারের আমলে তা হয়নি। এছাড়া ইমাম প্রশিক্ষণ একাডেমী চট্টগ্রাম ও বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদে র্যালি, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।