ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুশফিকুর রহমান

| বৃহস্পতিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:২০ পূর্বাহ্ণ

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক হিসেবে যোগ দিয়েছেন সরকারের অতিরিক্ত সচিব ড. মো. মুশফিকুর রহমান। তিনি ইসলামিক ফাউন্ডেশনের বিদায়ী মহাপরিচালক আনিস মাহমুদের স্থলাভিষিক্ত হলেন। গতকাল বুধবার দুপুরে তিনি যোগ দিয়েছেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। খবর বাংলানিউজের।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় গত ১ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. মুশফিকুর রহমানকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দিয়ে আদেশ জারি করে।
ড. মো. মুশফিকুর রহমান ১৯৯৪ সালে প্রশাসন ক্যাডারে যোগ দেন। এরপর তিনি বিভিন্ন জেলা-উপজেলায় সহকারী কমিশনার, ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মন্ত্রণালয়ের (উপসচিব) ও নেত্রকোনা জেলার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রস্তাবিত দুই আইন বাতিল দাবিতে মৎস্যজীবীদের মানববন্ধন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের স্টাডি সার্কেল কাল