ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন ধর্মীয় সেক্টরে সুন্নী ওলামার প্রতিনিধিত্ব দাবি

প্রধানমন্ত্রী বরাবরে আহলে সুন্নাতের স্মারকলিপি

| শুক্রবার , ৯ এপ্রিল, ২০২১ at ৬:৫৬ পূর্বাহ্ণ

আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশ কেন্দ্রঘোষিত বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি গতকাল প্রতিটি বিভাগের ন্যায় চট্টগ্রাম বিভাগেও পালিত হয়। স্মারকলিপিতে ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন ধর্মীয় সেক্টরে সুন্নী ওলামার প্রতিনিধিত্বসহ বিভিন্ন বিষয়ে যৌক্তিক প্রস্তাবনা ও ১০ দফা দাবি তুলে ধরা হয়। স্মারকলিপি প্রদানকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে উপস্থিত ছিলেন আহলে সুন্নাতের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলাহ, আল্লামা এম এ মতিন, আল্লামা স উ ম আবদুস সামাদ, আল্লামা শাহ নুর মুহাম্মদ আল কাদেরী, পীরজাদা এডভোকেট সৈয়দ মুখতার আহমদ সিদ্দিকী প্রমুখ।
এসময় আহলে সুন্নাত নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার সপক্ষ শক্তি সুফিবাদী জনতা দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠী হলেও অধিকার আদায়ের ক্ষেত্রে তারা এখনো বঞ্চনা ও অবহেলার শিকার। জঙ্গিবাদী হেফাজতি-জামাতিসহ চিহ্নিত সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে শহীদ সাইফুল, শহীদ নুরুল ইসলাম ফারুকী, শহীদ হালিম, লিয়াকত, জিতু মিয়া, আকল মিয়া, সাদেকসহ অসংখ্য কর্মী শহীদ হলেও এসব হত্যাকাণ্ডের বিচার আজ পর্যন্ত হয়নি। এছাড়াও রাষ্ট্রীয়-ধর্মীয় গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত দেয়ার ক্ষেত্রে সুন্নী ওলামা আজ উপেক্ষিত। ইসলামিক ফাউন্ডেশনের মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সুন্নী জনতার প্রতিনিধিত্ব নেই। দখল করে আছে উগ্রপন্থীরা। বায়তুল মুকাররম জাতীয় মসজিদসহ রাষ্ট্রীয় তত্বাবধানে পরিচালনধীন অধিকাংশ মসজিদে ইমাম-খতিব নিয়োগে আজও স্বাধীনতা বিরোধী উগ্রপন্থীদের প্রাধান্য বিরাজ করছে। সারাদেশে উপজেলা পর্যায়ে সরকারি অর্থায়নে নির্মাণাধীন ৫৬০টি মডেল মসজিদ দখল করার পরিকল্পনা নিয়ে উগ্রপন্থীরা এ দেশকে নিজেদের স্বর্গভূমিতে পরিণত করার মিশন নিয়ে এগুচ্ছে। এমনকি রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় হজ্ব কার্যক্রম, মুয়াল্লিম নির্ধারণের ক্ষেত্রে সুন্নী আলেমদের প্রাধান্য না দিয়ে হেফাজত-জামাতি ঘরানার মুয়াল্লিমদের দিয়ে হজ্ব কার্যক্রম পরিচালনার ফলে ধর্মপ্রাণ মুসলিম জনতা তাদের প্রতি ঝুঁকে পড়ছে। তারা মূলত: রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা-আনুকূল্য নিয়ে এবং ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে সাধারণ জনগণকে বিভ্রান্ত করাসহ তাদের কাছে নিজেদের জঙ্গিবাদী আদর্শ প্রচার করছে। এভাবে বাংলাদেশের ধর্মীয় সেক্টরসহ সর্বক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ সুন্নী জনতার অধিকারকে ভূলুণ্ঠিত করে উগ্রপন্থী-দেশদ্রোহী- স্বাধীনতা বিরোধী চক্রকে চালকের আসনে বসানোর চক্রান্ত চলছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগোয়েন্দা কর্মকর্তা নিহতের ঘটনায় কাভার্ডভ্যান চালক গ্রেফতার
পরবর্তী নিবন্ধহাটহাজারী থানা ভাঙচুর মামলায় গ্রেপ্তার ৪