ইসলামিক গেমসে টিটির মিশ্র দ্বৈতের ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১৪ নভেম্বর, ২০২৫ at ৫:৪৪ পূর্বাহ্ণ

সৌদি আরবের ইসলামিক সলিডারিটি গেমসে টেবিল টেনিস মিশ্র দ্বৈত বিভাগে বাংলাদেশ ফাইনালে উঠেছে। বৃহস্পতিবার সেমিফাইনালে বাহরাইনের বিপক্ষে ৩১ সেটে জয় পায় বাংলাদেশ। এই দিনেই বাংলাদেশ সময় রাতে তুরস্কের বিপক্ষে ফাইনাল। মিশ্র দ্বৈতে বাংলাদেশের হয়ে খেলছেন খৈ খৈ সাই মারমা ও জাভেদ আহমেদ। প্রথম গেমে ১৩১১ পয়েন্টে বাংলাদেশ জিতে। দ্বিতীয় গেমে বাহরাইন ৭১১ পয়েন্টে সমতা আনে। তৃতীয় গেমে ১২১০ পয়েন্টে জিতে বাংলাদেশ আবার লিড নেয়। তৃতীয় সেটে বাহরাইন লড়াই করলেও চতুর্থ গেমে পারেনি। চতুর্থ সেটে জাভেদখৈ খৈর কাছে ১১৩ পয়েন্টে হারে তারা। বাংলাদেশ টেবিল টেনিসে ইসলামিক গেমসে এবারই প্রথম পদক পেয়েছে। দক্ষিণ এশিয়ার বাইরেও টিটির এটি প্রথম পদক। আগের দিন সেমিফাইনালে উঠায় ব্রোঞ্জ নিশ্চিত হয়েছিল। গতকাল ফাইনালে উঠায় আরেক ধাপ ওপরে রৌপ্য নিশ্চিত করেছে।

পূর্ববর্তী নিবন্ধসন্দ্বীপ প্রিমিয়ার ফুটবল লিগের ফলাফল
পরবর্তী নিবন্ধপাকিস্তানের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ