ইসলামকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

আন্দরকিল্লা ও লালদীঘি সাংগঠনিক ওয়ার্ডের ইফতার মাহফিলে শাহজাহান চৌধুরী

| মঙ্গলবার , ২৫ মার্চ, ২০২৫ at ১০:২৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী বলেছেন, সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ইসলামকে বিজয়ী করা আমাদের সকলের দায়িত্ব। আজকের যুগে নানা ধর্ম, সংস্কৃতি এবং মতবাদের মধ্যে বিভক্তি সৃষ্টি হচ্ছে। তবে আমাদের একত্রিত হয়ে ইসলামিক আদর্শ প্রচার ও প্রতিষ্ঠা করার মাধ্যমে আমাদের সমাজের কল্যাণ নিশ্চিত করা সম্ভব। ইসলামের মূল শিক্ষা, যার মধ্যে শান্তি, ঐক্য এবং মানবতার প্রতি শ্রদ্ধা রয়েছে, তা আমাদের সবসময় প্রাধান্য দিতে হবে। আমরা যদি একসাথে কাজ করি, তবে ইসলামকে বিজয়ী করা আমাদের জন্য কোনো কঠিন কাজ হবে না। গতকাল সোমবার আন্দরকিল্লা ও লালদিঘী সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লালদিঘী সাংগঠনিক ওয়ার্ড সভাপতি সাইফুর রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, মহানগরীর নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ পরিষদ কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এস এম লুৎফুর রহমান, কোতোয়ালী থানা আমীর মুহাম্মদ আমীর হোসাইন, শ্রমিক কল্যাণ চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হামিদুল ইসলাম, আন্দরকিল্লা ওয়ার্ড আমীর মুহাম্মদ ওসমান গণি, শ্রমিক কল্যাণ ফেডারেশন কোতোয়ালী থানা সাধারণ সম্পাদক সেলিম রেজা, শ্রমিক কল্যাণ ফেডারেশন আন্দরকিল্লা ওয়ার্ড দক্ষিণ সভাপতি আব্দুল মন্নান কুতুবী, বক্সিরহাট ওয়ার্ড সভাপতি খোরশেদ আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় বাইক-ট্যাক্সি সংঘর্ষ, আহত ২
পরবর্তী নিবন্ধআবদুল্লাহ আল নোমান মৎস্য খাতের উন্নয়ন ও সমপ্রসারণে ভূমিকা রেখেছিলেন