ইসলামকে বিকৃতি থেকে সুরক্ষায় ভূমিকা রেখেছেন আবদুল কাদের জিলানী (রা.)

গাউসুল আযম কনফারেন্সের সভায় বক্তারা

| শনিবার , ২০ নভেম্বর, ২০২১ at ৭:৫২ পূর্বাহ্ণ

আনজুমানে কাদেরীয়া চিশতীয়া আজিজিয়া বাংলাদেশের ব্যবস্থাপনায় গাউসে ছামদানি শায়খ সৈয়দ মুহিউদ্দিন আবদুল কাদের জিলানী (রা.) স্মরণে ইমামুল আউলিয়া গাউসুল আযম কনফারেন্স ২০২১ আগামী ৫ ডিসেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হবে। কনফারেন্স সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা গত বৃহস্পতিবার বিকেলে আন্দরকিল্লা টিএন্ডটি রোডস্থ আনজুমানে কাদেরীয়া ভবনে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন দরবারে কাদেরীয়া চিশতীয়া আজিজিয়ার সাজ্জাদানশীন ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ পীরে তরিকত আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আলকাদেরী (মজিআ)। তিনি বলেন, যুগে যুগে আউলিয়ায়ে কেরামের বদান্যতা ও ত্যাগের বিনিময়ে ইসলামের জ্যোতি চারদিকে বিচ্ছুরিত হয়েছে। ইসলামকে বিকৃতির কবল থেকে নিষ্কৃতি দিয়ে অবিস্মরণীয় ভূমিকা রাখেন গাউসুল আযম সৈয়দ আবদুল কাদের জিলানী (রা.)। এদেশে চট্টগ্রামে ২০০১ সন থেকে গাউসুল আযম কনফারেন্স আয়োজনের মাধ্যমে গাউসে পাকের জীবন, কর্ম ও দর্শন তুলে ধরেন গাউসে জামান পীরে তরিকত আল্লামা আজিজুল হক আল কাদেরী (রহ.)। যার রুহানি কৃপায় এই কনফারেন্স এখনো আমরা আয়োজন করে আসছি। প্রস্তুতি সভায় আলোচনা করেন মাওলানা মুফতি কামাল উদ্দিন আজিজি, অধ্যক্ষ মাওলানা লোকমান চিশতি, মাওলানা ইয়াছিন আনসারী আল মাদানী, আ ব ম খোরশিদ আলম খান, মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রাইভেটকারে ১২ হাজার ইয়াবা
পরবর্তী নিবন্ধঘুমের ওষুধ খেয়ে আইসিইউতে এমপিপত্নী