গাজার অনাহারে থাকা ফিলিস্তিনিদের দুর্ভোগ কমানোর ব্যবস্থা না নিলে এবং প্রায় দুই বছর ধরে চলা যুদ্ধ নিয়ে অস্ত্রবিরতিতে না পৌঁছলে রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বলে ইসরায়েলকে সতর্ক করেছে যুক্তরাজ্য। মঙ্গলবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, গাজার ভয়ঙ্কর পরিস্থিতির অবসানে ইসরায়েল বাস্তব পদক্ষেপ না নিলে সেপ্টেম্বরে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। খবর বিডিনিউজের।
স্টারমার বলেছেন, ইসরায়েলকে আবশ্যিকভাবে অন্য শর্তগুলোও পূরণ করতে হবে। এগুলোর মধ্যে অস্ত্রবিরতিতে সম্মত হওয়া, দ্বিরাষ্ট্রিক সমাধানের দিকে যাওয়ার পথ সুগম করতে দীর্ঘমেয়াদি স্থিতিশীল শান্তির প্রতি প্রতিশ্রুতি, পশ্চিম তীরে ভূমি অধিগ্রহণ থেকে বিরত থাকা এবং জাতিসংঘকে ত্রাণ সরবরাহ ফের শুরু করার অনুমোদন দেওয়া অন্যতম। এসব শর্ত পূরণ না হলে সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যুক্তরাজ্য ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে; জানিয়েছে বিবিসি। এক অনাহার পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, গাজায় দুর্ভিক্ষের মতো খারাপ পরিস্থিতি তৈরি হচ্ছে আর ব্যাপক মৃত্যু এড়াতে অবিলম্বে পদক্ষেপ নেওয়া দরকার। ফিলিস্তিনের কর্তৃপক্ষ জানিয়েছে, গাজা ভূখণ্ডে ইসরায়েলের হামলায় নিহত মানুষের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়ে গেছে। রয়টার্স লিখেছে, দুর্ভিক্ষের সতর্কবার্তা আর মৃত্যুর সর্বশেষ সংখ্যা ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া গাজা যুদ্ধের ভয়ানক দুটি মাইলফলক। হামাসের আক্রমণের প্রতিক্রিয়ায় ২১ মাস ধরে চলা ইসরায়েলের পাল্টা হামলায় গাজা প্রায় মাটির সঙ্গে মিশে গেছে। ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেইজ ক্ল্যাসিফিকেইশন (আইপিসি) গাজার অনাহার সঙ্কটকে আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ হিসেবে শ্রেণিবদ্ধ করার সম্ভাবনা উত্থাপন করেছে। তারা বলছে, গাজায় আরও অনেক বেশি খাদ্য সরবরাহের অনুমতি দিতে এটি ইসরায়েলের ওপর চাপ বাড়াতে পারবে বলে আশা করছে তারা। এসব উদ্বেগজনক বার্তা সামনে রেখেই ইসরায়েলকে সতর্ক করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার। এতে গাজায় যুদ্ধ পরিচালনা নিয়ে আন্তর্জাতিক সমালোচনার মধ্যে থাকা ইসরায়েলের ওপর চাপ আরও বৃদ্ধি পেয়েছে।