ফিলিস্তিনের মুসলমানদের ওপর গণহত্যা চালানোর দায়ে ইসরায়েলের বিরুদ্ধে বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ ও ইসরায়েলকে জাতিসংঘের সদস্য পদ হতে অবিলম্বে বহিষ্কার করার দাবিতে গতকাল সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করেছে আনজুমানে কাদেরিয়া চিশতিয়া আজিজিয়া বাংলাদেশ। আল্লামা গাজী শফিউল আলম নেজামীর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন আনজুমানের কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন। তিনি বলেন, ফিলিস্তিনের মুসলমানরা ইসরায়েলি আগ্রাসনের শিকার। এজন্য ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা মুসলমানরা শান্তির পক্ষে। তাই ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বের শান্তিকামী জনগণের গণজাগরণ অনিবার্য হয়ে দাঁড়িয়েছে। তিনি ইসরায়েলি পণ্য বয়কট করার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে আল্লামা শফিউল আলম নেজামী বলেন, ইসরায়েলি নির্মমতা থেকে নারী-শিশু কেউ রেহাই পাচ্ছে না। জাতিসংঘ, ওআইসি ও আরবলীগ মুসলমানদের জানমাল রক্ষায় চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তাই, বৈশ্বিক এ সংস্থাগুলোকে ইসরায়েলি নির্মমতা থামাতে কঠোর পদক্ষেপ নিতে হবে। মানববন্ধনে বক্তব্য দেন ছিপাতলি জামেয়া গাউছিয়া মুঈনীয়া আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা আবদুল অদুদ, অধ্যক্ষ লোকমান চিশতি, আল্লামা এনাম রেজা আলকাদেরী। প্রেস বিজ্ঞপ্তি।