ইসরায়েলি হামলা বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি

বিভিন্নস্থানে প্রতিবাদ সমাবেশ

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ১৮ মে, ২০২১ at ১০:৪৫ পূর্বাহ্ণ

ফিলিস্তিনিদের নিজস্ব ভূখণ্ড থেকে বিতাড়নের ইহুদিবাদী ঘৃণ্য পরিকল্পনার অংশ হিসেবে অব্যাহত ইসরায়েলি বর্বর হামলা ও প্রতিদিন শিশুসহ নিরীহ মানুষ হত্যা বন্ধ করতে কঠোর ও দ্রুত বৈশ্বিক কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন। বিভিন্ন সংগঠনের প্রতিবাদ সমাবেশে এই দাবি উঠে।
ইসলামিক ফ্রন্ট : ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, ফিলিস্তিনে মসজিদুল আকসায় নামাজরত অবস্থায় নিরীহ-নিরস্ত্র মুসল্লীদের উপর ইসরায়েলিদের বর্বরোচিত হামলা বিচ্ছিন্ন কিছু নয়, বরং যা বর্বর ইহুদিদের চিরায়ত মুসলিম বিদ্বেষী মনোবৃত্তিরই বহিঃপ্রকাশ। তিনি অবিলম্বে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধে জাতিসংঘকে সক্রিয় দায়িত্বশীল ভূমিকায় এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি ওআইসি, আরবলীগ সহ সকল মুসলিম দেশকে আগ্রাসনের বিরুদ্ধে সম্মিলিতভাবে সোচ্চার ভূমিকায় এগিয়ে আসার উপর গুরুত্বারোপ করেন। ফিলিস্তিনি মুসলমানদের উপর বর্বর ইসরায়েলিদের নিপীড়ন-নির্যাতন বন্ধের প্রতিবাদে গত ১৬ মে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।
মহানগর ইসলামিক ফ্রন্টের সভাপতি এইচ এম মুজিবুল হক শুক্কুরের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মহাসচিব আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিমের পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা নাছির উদ্দীন আনোয়ারী, মাওলানা এম ওয়াহেদ মুরাদ, ডা. হাসমত আলী তাহেরী, ইলিয়াস খান ইমু, শাহজাদা মঈনউদ্দীন সঞ্জরী, ডা. শাহজাহান, মাওলানা জিয়াউল হক বিপ্লবী, দিদারুল আলম আলকাদেরী, নুরুল আবছার, মাওলানা ইদ্রিছ তাহেরী, মাওলানা নুরুল হক, আবুছাদেক ছিটু, কাউসারুল ইসলাম সোহেল, শিহাব উদ্দিন, ইঞ্জিনিয়ার রাশেদুল ইসলাম রাসেল, আবুল হাসেম রাসেদ, শহীদুল ইসলাম, মুহাম্মদ ফারুক ও হাসান রেজা প্রমুখ। শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আন্দরকিল্লা মোড়ে এসে শেষ হয়।
পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সুফিজ : ফটিকছড়ি প্রতিনিধি জানান, পার্লামেন্ট অব সূফিজের চেয়ারম্যান ও মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসুফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী গতকাল সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ইসরায়েলের হত্যাযজ্ঞ বন্ধ করতে কার্যকর পদক্ষেপ গ্রহণে ওআইসি এবং আরব লীগের নেতাদের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠায় ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানান। আন্‌জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও মইনীয়া যুব ফোরামসহ বিভিন্ন সংগঠন মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মুফতি বাকি বিল্লাহ্‌ আল আযহারি, অ্যাডভোকেট জালালুদ্দিন মাইজভাণ্ডারী, রুহুল আমিন ভুইয়া চাঁদপুরী, শাহ্‌্‌ মোহাম্মদ ইব্রাহীম মিয়া, মাওলানা শেখ সাদি আবদুল্লাহ্‌ সাদকপুরী, শাহ্‌ মোহাম্মদ আসলাম হোসাইন, ঢালি কামরুজ্জামান হারুন, মো. মহিউদ্দিন, গোলাম রাব্বী প্রমুখ।
চকরিয়া : চকরিয়া প্রতিনিধি জানান, ফিলিস্তিনে নিরীহ মুসলমানের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বরতার বিরুদ্ধে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে চকরিয়ায়। আহলে সুন্নাত ওয়াল জামায়াত, গাউছিয়া কমিটি, ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনা, মদিনার সূর ইসলামী সাংস্কৃতিক ফোরাম কক্সবাজার উত্তর জেলা ও উপজেলা যৌথভাবে এসব কর্মসূচি পালন করে গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত। চকরিয়া পৌরশহরের থানা রাস্তার মাথায় এসব কর্মসূচি থেকে ইসরায়েলি বাহিনীর দখলদারিত্ব ও হত্যাযজ্ঞ বন্ধসহ বিশ্ববাসীকে এসব বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হওয়ারও দাবি জানানো হয়। মাওলানা ইউসুফ হোসাইন বদরীর সভাপতিত্বে এবং এইচ এম রবিউল হাসান কাদেরীর সঞ্চালনায় কুরআন তেলাওয়াত করেন হাফেজ কামরুল হাসান আরাফাত ও জাগরনী সংগীত পরিবেশন করেন শায়ের ওসমান গণী ফারুকী। প্রধান অতিথি ছিলেন, অধ্যক্ষ মুহাম্মদ সালাউদ্দীন খালেদ, প্রধান বক্তা ছিলেন মাওলানা জিয়াউল হক রেজভী। অন্যদের মধ্যে বক্তব্য দেন, আব্দুল মান্নান জিহাদী, মুফতি মুজিবুর রহমান চিশতী, অধ্যাপক সরওয়ার উদ্দিন কাদেরী, বেলাল উদ্দিন সিদ্দিকী, দলিলুর রহমান আল কাদেরী, আব্দুল হামিদ, নুরুজ্জামান আনসারী, মুজাম্মেল হক, কুতুব উদ্দীন আল কাদেরী, নুরুল আমিন, নুরুল আবছার জিহাদী, ফরিদুল আলম রেজভী, আব্দুল হাকিম, নুরুল হোসাইন সওদাগর, রিদুয়ানুল হক প্রমুখ।
ইসলামী ছাত্রসেনা, চন্দনাইশ : ইসলামী ছাত্রসেনা চন্দনাইশ ও পৌরসভার উদ্যোগে ইসরায়েলি বাহিনীর হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শাহনেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে গত ১৪ মে অনুষ্ঠিত হয়। আবদুল হামিদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মো. আবদুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন আলমগীর ইসলাম বঈদী, জাহাঙ্গীর মো. আবদুর রহমান, কাজী মো. আবু তালেব, মাওলানা মো. শাহ আলম। প্রধান বক্তা ছিলেন মো. মারুফ রেজা। বিশেষ বক্তা ছিলেন রিদওয়ান সাজ্জাদ, শাহাদত ওসমান।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনা বাংলার মানুষের কাছে ঐক্য ও আদর্শের নেত্রী
পরবর্তী নিবন্ধশেখ হাসিনা বঙ্গবন্ধুর ছায়া : মাহতাব উদ্দিন