ইসরায়েলি হামলায় হুথিদের প্রধানমন্ত্রী নিহত

গাজায় আরও ২১ ফিলিস্তিনি নিহত

| শনিবার , ৩০ আগস্ট, ২০২৫ at ৭:০৮ পূর্বাহ্ণ

দখলদার ইসরায়েলের বিমান হামলায় ইয়েমেনের হুথি গোষ্ঠীর প্রধানমন্ত্রী আহমেদ আলরাহাবি নিহত হয়েছেন। ইয়েমেনের আলজুমহুরিয়া চ্যানেলের বরাত দিয়ে এ খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল। তারা জানায়, বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাজধানী সানায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলার সময় একটি অ্যাপার্টমেন্টে থাকা আলরাহাবি নিহত হন। এসময় তার সঙ্গে আরও কয়েকজন সহযোগী ছিলেন বলে জানিয়েছে এদেন আলগাদ পত্রিকা। খবর বাংলানিউজের।

টাইমস অব ইসরায়েল জানায়, হুথিদের নেতা আবদুল মালিক আলহুথির পূর্বঘোষিত ভাষণ শুনতে সানার বাইরের একটি স্থানে জড়ো হয়েছিলেন গোষ্ঠীটির প্রতিরক্ষামন্ত্রীসহ ১০ শীর্ষ নেতা। এসময় তাদের টার্গেট করে হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় বেশ কয়েকজন হতাহত হন। এরপর প্রধানমন্ত্রী আলরাহাবিরও মৃত্যুর খবর এলো। গৃহযুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের একটি অংশ ইরানসমর্থিত হুথিদের নিয়ন্ত্রণে। আরেকটি অংশের সরকার চালায় সৌদি আরব, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা সমর্থিত রাজনৈতিক গোষ্ঠী। এই অংশের প্রধানমন্ত্রী সালেম সালেহ বিন ব্রাইক।

গাজায় আরও ২১ ফিলিস্তিনি নিহত : এদিকে ইসরায়েলের হামলায় গাজা উপত্যকায় আরও ২১ ফিলিস্তিনির প্রাণ গেছে। ভোরে উপত্যকার বিভিন্ন স্থানে এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এর মধ্যে ইসরায়েল ঘোষিত তথাকথিত ‘মানবিক এলাকা’ দক্ষিণের আলমাওয়াসিতে পাঁচজন নিহত হয়েছেন। খবর আল জাজিরার। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজা সিটি দখলে ইসরায়েলের সমপ্রসারিত সামরিক অভিযানের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এটি যুদ্ধের ‘নতুন ও বিপজ্জনক একটি ধাপের’ ইঙ্গিত দিচ্ছে। এদিকে ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ বলেছেন, হামাস যদি অস্ত্র সমর্পণ না করে তবে গাজা উপত্যকা ধাপে ধাপে ইসরায়েলের সঙ্গে যুক্ত করে নেওয়া উচিত।

ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ ও উপকূলীয় এই ভূখণ্ডের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চায় ইসরায়েল। এই নিয়ন্ত্রণ পরিকল্পনায় ইসরায়েলি প্রচেষ্টার সামপ্রতিকতম উদ্যোগ এটি।

অন্যদিকে ইসরায়েল দক্ষিণ লেবাননের রাস আননাকুরা এলাকায় দুই লেবাননি সৈন্যকে হত্যা করেছে। দেশটি দাবি করেছে, হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে পাঠানো একটি ড্রোনের প্রযুক্তিগত ত্রুটির কারণেই এ ঘটনা ঘটেছে। ২০২৩ সালের পর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলের হামলায় অন্তত ৬২ হাজার ৯৬৬ জন নিহত হয়েছেন এবং এক লাখ ৫৯ হাজার ২৬৬ জন আহত হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধইরানে এ বছর ৮৪১ জনের মৃত্যুদণ্ড কার্যকর : জাতিসংঘ
পরবর্তী নিবন্ধপ্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলন সমর্থন করে চুয়েট শিক্ষক সমিতির বিবৃতি