রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাত : সন্ত্রাসী ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের মুসলমানদের ওপর নশৃংস হামলার প্রতিবাদে গতকাল শনিবার বিকাল ৪টায় মুরাদপুর চত্বরে রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাতের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন মাওলানা সেকান্দর হোসাইন আলকাদেরী, প্রধান অতিথির বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখপাত্র অ্যাড. মোছাহেব উদ্দীন বখতেয়ার, রাবেতার মহাসচিব মাওলানা ইকবাল হোসাইন আল কাদেরী। ফিলিস্তিনে বর্বর ইহুদী জাতি ইসরাইলের নৃশংস হত্যাকাণ্ড বন্ধে ও তাদের শাস্তির আওতায় আনতে বিশ্ব নেতৃবৃন্দের নিকট মানববন্ধন থেকে ৮ দফা দাবি পেশ করা হয়।
মাওলানা সোহাইল উদ্দীন আনছারীর সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন মাওলানা করিম উদ্দীন নূরী, মাওলানা জিল্লুর রহমান হাবীবী, মাওলানা লিয়াকত আলী নোমানী, মাওলানা গাজী মঈনুদ্দীন রেজভী, মাওলানা সৈয়দ পিয়ার মোহাম্মদ, মাওলানা ইমরান হাসান কাদেরী, মাওলানা তারেকুল ইসলাম কাদেরী, মাওলানা নুরুল আলম সাবেরী, মাওলানা গিয়াস উদ্দীন কাদেরী, মাওলানা এনাম রেজা প্রমুখ।
সৈয়দ বাড়ী দরবার : আহলে সুন্নাত ওয়াল জামা’আতের কেন্দ্রীয় মহাসচিব ও সৈয়দ বাড়ী দরবারের সাজ্জাদানশীন আল্লামা সৈয়দ মুহাম্মদ মছিহুদ্দৌলা বলেন, ইহুদীরা কত অমানবিক এবং ইসলাম বিদ্ধেষী তা প্রমাণ করার জন্য সম্প্রতি গাজায় নির্বিচারে হত্যাকাণ্ডের উদাহারণই যথেষ্ট। ইসরাইল ফিলিস্তিনে মানবতাবিরোধী যে অপরাধ সংঘটিত করেছে এর দায় জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রকেও নিতে হবে। গত শুক্রবার বিকালে সৈয়দ বাড়ী দরবারে ঈদ কুশল বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময় উপসি’ত ছিলেন রাউজান ডাবুয়া নব দিগন্ত ক্লাবের প্রতিষ্ঠাতা মুহাম্মদ মনছুর আলম জিহান, রজভীয়া নূরীয়া ইসলামী সাংস্কৃতিক ফোরামের সভাপতি মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মাওলানা মুহাম্মদ বেলাল উদ্দিন, মুহাম্মদ আরমান, মুহাম্মদ ওয়াফি সিকদার প্রমুখ।
আহলে সুন্নাত-ইসলামিক ফ্রন্ট : আহলে সুন্নাত ওয়াল জামাআত, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনা বোয়ালখালী উপজেলা ও পৌরসভার যৌথ উদ্যোগে গত শুক্রবার বাদে জুমা বোয়ালখালী সদরে ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আহলে সুন্নাত ওয়াল জামাআত চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আল্লামা ওহিদুল আলম নঙবন্দীর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট দক্ষিণ জেলার সভাপতি স ম হামেদ হোসাইন। প্রধান বক্তা ছিলেন আহলে সুন্নাত দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক এম ইব্রাহীম আখতারী। মনজুর হোসনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন আল্লামা ইলিয়াস শিকদার, এন এম. ফখরুদ্দীন, খ ম মোজাম্মেল হক কাদেরী, মোহাম্মদ সাহেদুল আলম, গিয়াস উদ্দিন চৌধুরী, ডা. খলিলুর রহমান, হাফেজ আবদুস সামাদ, দিদার আলম, এনামুল হক, তৌহিদ মুরাদ সুমন, মাওলানা মোহাম্মদ আলমগীর, মাওলানা শোয়াইবুল ইসলাম, আবু তাহের দুলাল, আবু তৈয়ব রোকন, মামুনুর রশিদ, শহীদুল্লাহ তারেক, গিয়াস উদ্দিন, সাইফুল ইসলাম, মাসুদ রানা প্রমুখ।
ফিলিস্তিনির ভূমি দখল করে জন্ম নেয়া অবৈধ কট্টর ইহুদিবাদী ইসরায়েল বিশ্বশান্তির জন্য হুমকি স্বরূপ। ফিলিস্তিনে যুদ্ধাপরাধ ও গণহত্যার দায়ে জাতিসংঘভূক্ত সকল দেশকে ইসরাইলের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপের মাধ্যমে দেশটিকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দিয়ে কঠিন রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করে যথোপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডরীয়ার নেতৃবৃন্দ।
ইসরায়েলকে অবশ্যই ফিলিস্তিনে গণহত্যার দায়ে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করতে হবে। আন্জুমানে রহমানিয়া আহমদিয়া মাইজভান্ডারীর উদ্যোগে গতকাল শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ ইকবাল রিসালপুরী।
বক্তব্য রাখেন মোহাম্মদ আজাদ দোভাষ, খাদেম গাজী সালাহ উদ্দীন, কবির চৌধুরী, কাজী মোহাম্মদ শহীদুল্লাহ, শাহ্ মোহাম্মদ ইব্রাহিম মিয়া মাইজভান্ডারী, অ্যাডভোকেট মাসুদুল আলম বাবলু, অ্যাডভোকেট ই.ম. রাকিব উল আলম চৌধুরী, মোহাম্মদ জসিম উদ্দিন ভুঁইয়া, মোজাহেরুল আলম, ইসমাইল হোসেন সিরাজী, তৌহিদুল কাদের চৌধুরী, মিজানুর রহমান সানজ্রী,আব্দুল ওয়াদুদ রিপন, নোমান উদ্দিন রাজিব, গিয়াস উদ্দিন রাজিব, আকবর হোসেন রুবেল, আপন মাহমুদ, সৈয়দ আল মামুন, হাফেজ নূরুল আমীন, হাফেজ জহিরুল ইসলাম প্রমুখ।
আনজুমানে আশেকানে মোস্তফা (দ.)
ইসরায়েলকে ফিলিস্তিনি নারী শিশুসহ সর্বস্তরের মুসলমানকে নির্মমভাবে হত্যার দায়ে অবশ্যই আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন আল-আমিন হাশেমী দরবার শরিফের সাজ্জাদানশীন কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী (মজিআ)। গত ২১ মে বাদে জুমা হযরত বায়েজিদ বোস্তামী (রহ.) দরগাহ সম্মুখস্থ সড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এই দাবি জানান। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ আল্লামা তৈয়ব আলী। বক্তব্য দেন, শাহজাদা আশিকুর রহমান হাশেমী, সৈয়দ মুহাম্মদ হাবিবুর রহমান, শাহজাদা মাওলানা আশিকুর রহমান হাশেমী, মাওলানা মুহাম্মদ এনাম রেজা, মাওলানা হাফেজ কাযী খালেদুর রহমান হাশেমী, মাওলানা আবদুল্লাহ আল নিশান, মাওলানা হাফেজ জামাল উদ্দিন মাইজভাণ্ডারী, মাওলানা শহীদুল্লাহ চিশতি, মাওলানা হাফেজ ওমর ফারুক, মুহাম্মদ শাওন কবির, মুহাম্মদ নাজমুল হাসান, ইসমাইল ইবনে আমিন, শফিউল আলম, নজরুল ইসলাম, শামসুল আলম, এবি ছিদ্দিকী কাওসার, মুহাম্মদ আলম, মুহাম্মদ শাহরুখ, মুহাম্মদ আলম, মাওলানা কাজী সফিরুর রহমান হাশেমী, আবদুর রহমান, মিলন মেহেদী। শেষে মুনাজাত পরিচালনা করা হয়।
আনোয়ারা
আনোয়ার প্রতিনিধি জানান, ফিলিস্তিনে মুসলমানদের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে আনোয়ারায় আহলে সুন্নাত ওয়াল জামাআত চাতরী ইউনিয়ন শাখার উদ্যোগে গত শুক্রবার বাদে জুমা চাতরী চৌমুহনী বাজারে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করাজ হয়েছে। মাওলানা মনির আহমদ আনোয়ারীর সভাপতিত্বে ও মাওলানা নাজিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, মাওলানা এসএম শাহজাহান। বক্তব্য দেন, মাওলানা আহমদ নুর আল কাদেরী, মুফতি মুজিবুর রহমান, মাওলানা মুজিবুর রহমান আলকাদেরী, মাওলানা মিজানুর রহমান, শামসুল হুদা, মাওলানা মিনহাজুর রহমান, শাহাদত হোসেন, সেলিম উদ্দিন হাশেমী, নুরুল কাদের, ইমাম উদ্দিন আনচারী, হাফেজ আবদুর রহমান, মহিউদ্দিন বারী, জামাল উদ্দিন, মো. তাজউদ্দিন, ফোরকান, শেখ আবদুল্লাহ, মুছা করিম, মামুনুর রশিদ, মো. সাব্বির প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












