ইসরায়েল-হামাস সংঘাত, দুই সপ্তাহে ২২ সাংবাদিক নিহত

| রবিবার , ২২ অক্টোবর, ২০২৩ at ৯:১০ পূর্বাহ্ণ

ইসরায়েল ও হামাসের মধ্যে দুই সপ্তাহ ধরে চলা যুদ্ধে ২২ সাংবাদিকের প্রাণ গেছে বলে জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসিপিজে। এর মধ্যে ফিলিস্তিনের ১৮ জন, ইসরায়েলের তিনজন এবং লেবাননের একজন সাংবাদিক রয়েছেন। বিবিসি জানিয়েছে, এদের মধ্যে ১৫ জনের মৃত্যুর ঘটনায় ইসরায়েলের বিমান হামলাকে দায়ী করেছে সিপিজে। এছাড়া সংঘাতে পড়ে আট সাংবাদিক আহত হয়েছেন। তিনজন নিখোঁজ কিংবা আটক রয়েছেন। খবর বিডিনিউজের।

মধ্যপ্রাচ্যে নিজস্ব সূত্র ও গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে সাংবাদিক হতাহতের হিসাবের তথ্য এক বিবৃতিতে জানিয়েছে সংস্থাটি। সিপিজের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার সমন্বয়ক শেরিফ মানসুর বলেন, সংকটের মুহূর্তে গুরুত্বপূর্ণ কাজ করছেন সাংবাদিকরা। তাদের লক্ষ্যবস্তু করা উচিত নয় সংঘাতে জড়িত পক্ষগুলোর। মর্মান্তিক সংঘর্ষের খবর প্রচারে এ অঞ্চলের সাংবাদিকরা মহান ত্যাগ স্বীকার করছে। ফলে সব পক্ষকেই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ নিতে হবে। গাজা সংকটে হতাহত সাংবাদিকদের তালিকাও প্রকাশ করেছে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা বেসরকারি সংস্থাটি। গত ৭ অক্টোবর ইসরায়েলে আচমকা হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর থেকে দুই সপ্তাহ ধরে চলা সংঘাতে ইসরায়েলে ১ হাজার ৪০০ জনের প্রাণ গেছে। আর গাজাকে অবরুদ্ধ করে ইসরায়েলের চালানো হামলায় ফিলিস্তিনে শিশু ও নারীসহ ৪ হাজার মানুষ নিহত হয়েছে। রক্তাক্ত গাজায় খাবার, পানি, বিদ্যুৎ, জ্বালানি ও চিকিৎসা সংকটে তীব্র মানবিক সংকট তৈরি হয়েছে। পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে দ্রুত সাহায্য পাঠানোর আহ্বান জানাচ্ছে জাতিসংঘ।

পূর্ববর্তী নিবন্ধ১০ বছরের জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন ইতালির প্রধানমন্ত্রীর
পরবর্তী নিবন্ধহাসপাতালে হামলা তদন্তে ইসরায়েলি বর্ণনার ওপর সন্দেহ