ইসরায়েল সরকারকে ফ্যাসিবাদী বলা সেই এমপি বরখাস্ত

| শুক্রবার , ২০ অক্টোবর, ২০২৩ at ৬:০৬ পূর্বাহ্ণ

ইসরায়েল সরকারকে ফ্যাসিবাদী সরকার বলা ইসরায়েলি সংসদ সদস্য ওফার ক্যাসিফকে বরখাস্ত করা হয়েছে। যুদ্ধবিরোধী অবস্থান নেওয়াসহ ইসরায়েলের বিরুদ্ধে বক্তব্যের কারণে তাকে বরখাস্ত করা হয়েছে বলে এক প্রতিবেদনে নিশ্চিত করেছে ইসরায়েল ন্যাশনাল নিউজ। এছাড়া তার দুই সপ্তাহের বেতন কাটা হয়েছে বলে জানানো হয়েছে। ওফার ক্যাসিফ ইসরায়েলের বামপন্থী রাজনৈতিক দল হাদাশের অন্যতম সমস্য। ১২০ সদস্যের নেসেটে হাদাশের চারটি আসন রয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট বলছে, ওফার ক্যাসিফকে ৪৫ দিনের জন্য বরখাস্ত করা হয়েছে। খবর বাংলানিউজের।

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর এক সাক্ষাৎকারে এজন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে অভিযুক্ত করেন ওফার ক্যাসিফ। তার সেই সাক্ষাৎকারকে ইসরায়েলবিরোধী হিসেবে বিবেচিত করে তাকে বরখাস্ত করার পক্ষে ভোট দেয় ইসরায়েলি পার্লামেন্টের এথিকস প্যানেল বা নীতিশাস্ত্র প্যানেল।

পূর্ববর্তী নিবন্ধরাফাহ ক্রসিংয়ে অপেক্ষায় ত্রাণ বোঝাই ট্রাক
পরবর্তী নিবন্ধইসরায়েলকে অস্ত্র সহযোগিতার বিরোধিতায় মার্কিন কর্মকর্তার পদত্যাগ