ইসরায়েল ছাড়াও ৫টি আরব দেশ ও পশ্চিম তীর সফরে ব্লিঙ্কেন

| শনিবার , ৬ জানুয়ারি, ২০২৪ at ১০:১২ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আরব বিশ্বের পাঁচটি দেশ ও পশ্চিম তীর সফরের উদ্দেশে বৃহস্পতিবার ওয়াশিংটন ত্যাগ করেছেন। পূর্ব ঘোষণা অনুযায়ী এ সফরকালে তিনি ইসরায়েলে যাত্রাবিরতি করেন। মার্কিন পররাষ্ট্র বিভাগ এ কথা জানিয়েছে।

দেশটির পররাষ্ট্র বিভাগের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেন, অন্যান্য বিষয়ের মধ্যে ব্লিঙ্কেন গাজায় যথেষ্ট পরিমাণে মানবিক সহায়তা বাড়ানোর জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের বিষয় নিয়ে আলোচনা করবেন।

মিলার বলেন, ব্লিঙ্কেন সংঘাতের বিস্তার রোধকল্পের বিষয়েও আলোচনা করবেন। লেবাননে ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ স্থানীয় এক নেতা নিহত হওয়ার এবং ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে বিভিন্ন জাহাজে হামলা চালানোর কয়েকদিন পর ব্লিঙ্কেন এ সফর। তিনি উত্তেজনা এড়াতে সুনির্দিষ্ট বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন। এ অঞ্চলে অন্যদের সাথে তাদের প্রভাব কিভাবে ব্যবহার করা যেতে পারে সে বিষয়টি নিয়েও আলোচনা করা হবে ব্লিঙ্কেন।

পূর্ববর্তী নিবন্ধতামিমের দেওয়া ব্যাট নিয়ে বিশ্বকাপ খেলতে যাচ্ছে যুবারা
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের ‘চূড়ান্ত হুঁশিয়ারি’ উপেক্ষা করে ফের হামলা হুতিদের