ইসরায়েলে হিজবুল্লাহর মুহুর্মুহু রকেট হামলা

| মঙ্গলবার , ২৬ নভেম্বর, ২০২৪ at ১০:৪৮ পূর্বাহ্ণ

লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী রোববার ইসরায়েলে মুহুর্মুহু ভারি রকেট হামলা চালিয়েছে। রাজধানী তেল আবিবের কাছে একটি ভবনে রকেট আঘাত হেনেছে বলে জানিয়েছে ইসরায়েলের গণমাধ্যম। আগের দিন শনিবার লেবাননে ইসরায়েলের তুমুল বিমান হামলায় অন্তত ২৯ জনের প্রাণহানির পর হিজবুল্লাহ এই পাল্টা হামলা চালাল। হিজবুল্লাহ আগেই ইসরায়েলের হামলার জবাব দেওয়ার অঙ্গীকার করেছিল। রোববার তারা ইসরায়েলের রাজধানী তেল আবিব এবং এর আশেপাশের এলাকায় দুটো সামরিক স্থপনায় প্রিসিশন মিসাইল হামলা চালিয়েছে বলে জানিয়েছে। খবর বিডিনিউজের।

পুলিশ বলছে, তেল আবিবের পূর্বাঞ্চলে পেতাহ তিকভা এলাকায় বেশ কয়েকটি স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশি কিছু মানুষও আহত হয়েছে। টিভি ফুটেজে দেখা গেছে, পেতাহ তিকভায় একটি অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মেডিকেল সার্ভিস এমডিএ’র ভিডিওতে দেখা গেছে, গাড়ি জ্বলছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, হিজবুল্লাহ রোববার ইসরায়েলে ১৭০ টি রকেট ছুড়েছে। সেগুলোর বেশিরভাগই ঠেকিয়ে দেওয়া হয়েছে। শার্পনেলের আঘাতে অন্তত চারজন আহত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইউক্রেনের হয়ে যুদ্ধ করা এক ব্রিটিশকে পাকড়াও করল রুশ বাহিনী
পরবর্তী নিবন্ধমাঠ ছাড়তে নারাজ ইমরান সমর্থকরা পাকিস্তানে চরম উত্তেজনা