ইসরায়েলে হামাসের হামলা পরিকল্পনায় সমর্থন দিয়েছিল ইরান?

| বুধবার , ১১ অক্টোবর, ২০২৩ at ১০:২১ পূর্বাহ্ণ

ইসরায়েলের ভেতরে ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রাণঘাতী হামলার ঘটনায় ইসরায়েলের ঘোর শত্রু ইরান জড়িত ছিল কিনা সে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতোমধ্যেই। ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে হামাস এবং লেবাননের গেরিলা গোষ্ঠী হেজবুল্লাহর কয়েকজন সদস্যের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ইরান এক সপ্তাহ আগে ইসরায়েলে হামলার সবুজ সংকেত দিয়েছিল। সদস্যদের কোনও নাম উল্লেখ করা হয়নি। তবে, ওয়াশিংটনে উর্ধ্বতন এক কর্মকর্তা পরে বলেছেন, হামলায় ইরানের ভূমিকা থাকার যেসব অভিযোগ উঠেছে তা যাচাই করার জন্য এ মুহূর্তে তাদের কাছে কোনও তথ্য নেই। খবর বিডিনিউজের।

হামলার পেছনে ইরান ছিল, এমন সত্য যদি বেরিয়ে আসে তাহলে ইসরায়েলফিলিস্তিনের চলমান সংঘাত আরও ছড়িয়ে পড়ে তা আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। তাই ইরানের নেতারা ইসরায়েলে হামাসের হামলার পর আনন্দ প্রকাশ করে এর প্রশংসা করলেও তারা দ্রুতই এ ঘটনার সঙ্গে কোনওরকম সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হামলার সঙ্গে ইরানের জড়িত থাকার অভিযোগ তোলা হচ্ছে রাজনৈতিক কারণে।

পূর্ববর্তী নিবন্ধসৌদি আরব ফিলিস্তিনি জনগণের পাশে আছে : সালমান
পরবর্তী নিবন্ধগাজায় জাতিসংঘের আশ্রয়কেন্দ্রে ১ লাখ ৩৭ হাজারের বেশি মানুষ