ইসরায়েলের তেল আবিব শহরে ছুরি হামলার এক ঘটনায় দুইজন নিহত ও আরও দুইজন আহত হয়েছেন। হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। ইসরায়েলের কর্তৃপক্ষ হামলাকারীকে ফিলিস্তিনি বলে দাবি করেছে। রয়টার্স জানিয়েছে, তেল আবিবের হলন উপশহরে রোববার সকালের ব্যস্ত সময়ে ছুরি হামলার ঘটনাটি ঘটে। খবর বিডিনিউজের।
দেশটির অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, হলনের একটি পেট্রল পাম্পের কাছে হামলাকারী লোকজনকে ছুরি দিয়ে আঘাত করতে শুরু করে। এতে ৬৬ বছর বয়সী এক নারী ঘটনাস্থলেই নিহত হন ও গুরুতর আহত আরেক বয়স্ক পুরুষ হাসপাতালে নেওয়ার পর মারা যান। হামলায় আরেকজন বয়স্ক পুরুষ ও এক তরুণ আহতও হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের মুখপাত্র এলি লেভি ইসরায়েলের গণমাধ্যম চ্যানেল ১২– কে বলেছেন, ঘটনাস্থলেই ওই সন্ত্রাসীকে দ্রুততার সঙ্গে নিষ্ক্রিয় করেছে আমাদের একজন কর্মকর্তা আর এর মাধ্যমে তাকে আরও খারাপ কিছু ঘটানো থেকে বিরত করা গেছে। পুলিশ এক বিবৃতিতে বলেছে, ঘটনাস্থলে প্রচুর পুলিশ উপস্থিত আছে। একটি হেলিকপ্টার ও অন্যান্য উপাদান ব্যবহার করে নিবিড় তল্লাশি চালানো হচ্ছে।