ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী কার্যকলাপ, নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে লোহাগাড়ায় ধর্মপ্রাণ মুসলিমদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে গাজায় চলমান নৃশংস হত্যাযজ্ঞসহ বর্বরোচিত হামলা বন্ধের দাবি জানান এবং যে সমস্ত ইসরায়েলি পণ্য বাংলাদেশের বাজারে বিস্তৃত আছে সেগুলোও বয়কটের ঘোষণা দেন।
৭ এপ্রিল সোমবার বিকেলে বিক্ষোভ মিছিলটি লোহাগাড়া উপজেলা শহরের বটতলী কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু করে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা মডেল মসজিদ চত্বরে গিয়ে মিলিত হয়। বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন হাতে বিভিন্ন রকমের প্রতিবাদ মূলক স্লোগান ফ্রি প্যালেস্টাইন, স্টপ কিলিং ইন গাজাসহ বিভিন্ন রকমের উচ্চস্বরে প্রতিবাদ জানায় বিক্ষোভকারীরা। সংক্ষিপ্ত বক্তব্যে বলেন একজন মুসলিম হিসেবে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, অচিরেই গাজার উপর বর্বরোচিত হামলা বন্ধের জন্য বিশ্ব নেতাদের মানবিক হওয়ার আহ্বান বক্তারা।
এ সময় উপজেলা ৯ ইউনিয়ন থেকে আগত দল মত নির্বিশেষে বিভিন্ন শ্রেনি পেষার মানুষ, পেশাজীবি, চাকরিজীবীসহ ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, গাজায় ইসরায়েলি যুদ্ধে এ পর্যন্ত কমপক্ষে ৫০ হাজার ৬০৯ ফিলিস্তিনি নিহত ও ১ লাখ ১৫ হাজার ৬৩ জন আহত হয়েছেন। সরকারি মিডিয়া অফিস মৃতের সংখ্যা হালনাগাদ করে ৬১ হাজার ৭০০ জনের বেশি বলে জানিয়েছে। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে মৃত বলে ধারণা করা হচ্ছে।