প্যালেস্টাইনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের একবছর পূর্তিতে প্যালেস্টাইন ও লেবাননে ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে গতকাল সোমবার নগরীতে বাম জোটের সমাবেশ অনুষ্ঠিত হয়। বাম গণতান্ত্রিক জোট ও বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক শফি উদ্দিন কবির আবিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি জেলা কমিটির সভাপতি কমরেড অশোক সাহা,বাসদ জেলা ইনচার্জ আল কাদেরি জয়,বাসদ জেলা নেতা জসিম উদ্দিন। বক্তারা বলেন,ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকার গত এক বছরে ৪২ হাজার ফিলিস্তিনিকে হত্যা করে গাজা উপত্যকা ধ্বংস করে দিয়েছে। প্যালেস্টাইনের পক্ষে লড়াইরত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর প্রধান নাসরুল্লাহকে হত্যা করেছে। বর্তমানে লেবাননে স্থল অভিযান ও বিমান হামলা চালিয়ে গণহত্যা চালাচ্ছে। বিশ্ব জনমতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মার্কিন মদদে ফিলিস্তিন ও লেবাননে ক্রমাগত আক্রমণ চালাচ্ছে ইসরায়েল। যুদ্ধ বন্ধে জাতিসংঘ কার্যকর ভূমিকা রাখতে পারছে না। যুদ্ধপরাধের দায়ে ইসরায়েলকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচারের আওতায় আনতে হবে। জাতিসংঘ থেকে বহিষ্কার করতে হবে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পুরাতন স্টেশন থেকে শুরু হয়ে নিউমার্কেট মোড়ে এসে শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।