বিশ্বের ঐতিহ্যবাহি প্রাচীন বিদ্যাপীঠ মিশর আল–আজহার ইউনিভার্সিটির ৪৬ তম গ্রান্ড ইমাম যিনি ১৯৭৩ সাল থেকে ১৯৭৮ সাল পর্যন্ত দীর্ঘ সময় ইমামুল আকবর তথা শাইখুল আজহার হিসাবে দায়িত্ব পালন করেন শাইখুল ইসলাম ড.আব্দুল হালিম মাহমুদ (রাহঃ) তিনি স্বপ্নে নবীজি (দঃ)’র নির্দেশে নবীজিরই ইশারাতে মিশরের তৎকালীন প্রেসিডেন্ট আনোয়ার সাদাতকে ইসরাইলে হামলা করার মাধ্যমে ‘তুরে সিনা তথা সিনা পর্বত’ রক্ষা করতে বলেন। যেটা মিশরের সিনাই উপদ্বীপের সেন্ট ক্যাথেরিন শহরে আবস্থিত। মূলত মুসলমানদের এই সম্পদ বর্বর ইসরায়েলিদের দখলে ছিলো। আর শাইখুল আজহার ড.আব্দুল হালিম মাহমুদের কথা অনুযায়ী প্রেসিডেন্ট আনোয়ার সাদাত ১৯৭৩ সালে হোসনি মোবারককে এই গুরুদায়িত্ব অর্পণ করেন। হোসনি মোবারক সর্বপ্রথম ইসরাইলিদের হামলা করে মুসলমানদের নিজেদেরই সম্পদ হযরত মূসা (আঃ)’র স্মৃতিবিজড়িত সিনা পর্বত রক্ষা করেন। এই হোসনি মোবারক মিসরের সবচেয়ে দীর্ঘস্থায়ী শাসকদের মধ্যে অন্যতম। তারা যেমন দখলদার জঙ্গি ইসরায়েলিদের থেকে সিনাই পর্বত রক্ষা করেছেন। আজকের দিনেও তাঁদের মতো বিশ্বনেতা প্রয়োজন যারা কিনা ফিলিস্তিনকে রক্ষা করবে ইসরায়েলি দখলদারদের থেকে। গোটা মুসলিম বিশ্ব এমন নেতাদের প্রয়োজনীয়তা অনুভব করে।
তওফীক্ব ইলাহি
শিক্ষার্থী,
জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা, চট্টগ্রাম।