গাজায় হামলা বন্ধ না করলে জিম্মিদের হত্যা করা হবে। আগের দিন এমন একটি ভিডিও প্রকাশ করার পর সোমবার আরেকটি ভিডিও প্রকাশ করে দুই ইসরায়েলি জিম্মি নিহত হওয়ার খবর দিয়েছে হামাস। হামাসের দাবি করা নিহত দুই জিম্মি হলেন, ইওসি শারাবি (৫৩) এবং ইটাই সভিরস্কি (৩৮)। সোমবার প্রকাশ করা ভিডিওতে একটি সাদা দেয়ালের সামনে দাঁড়িয়ে ভয়ার্ত মুখে জোরে জোরে আরেক জিম্মি ২৬ বছরের নোয়া আরগামানিকে একটি স্ক্রিপ্ট পড়তে দেখা যায়। যেখানে বলা হয় ইওসি শারাবি এবং ইটাই সভিরস্কি ইসরায়েলের হামলায় নিহত হয়েছে। আর তিনি আহত হয়েছেন। খবর বিডিনিউজের।
ভিডিও প্রকাশের আগের দিন রোববার হামাস যে ভিডিওটি প্রকাশ করেছিল যেখানে উপরের তিন জিম্মিকে দেখিয়ে বলা হয়েছিল, ইসরায়েল যদি গাজায় হামলা বন্ধ না করে তবে তারা তিন জিম্মিকে হত্যা করবে। সোমবার জিম্মিদের ভাগ্য জানা যাবে।