ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের আল্টিমেটাম

গাজায় মানবিক সহায়তা

| বৃহস্পতিবার , ১৭ অক্টোবর, ২০২৪ at ৭:৩৩ পূর্বাহ্ণ

গাজায় মানবিক সহায়তা সরবরাহ বাড়াতে ইসরায়েল সরকারকে ৩০ দিনের সময় বেঁধে দিয়ে যুক্তরাষ্ট্র বলেছে, অন্যথায় ইসরায়েলে মার্কিন সামরিক সহযোগিতা কমানো হবে। যুক্তরাষ্ট্রের সরকারের পক্ষ থেকে ইসরায়েলকে রোববার পাঠানো একটি চিঠিতে এই আল্টিমেটাম দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের কাছ থেকে এটিই এখন পর্যন্ত ইসরায়েলকে সবচেয়ে কড়া ভাষায় লেখা সতর্কবার্তা। খবর বিডিনিউজের।

গাজায় ইসরায়েলের নতুন জোরালো অভিযানের মধ্যে যুক্তরাষ্ট্র এই আল্টিমেটাম দিল। গাজায় ইসরায়েলের এই হামলায় বিপুল সংখ্যক মানুষ হতাহত হচ্ছে। চিঠিতে বলা হয়েছে, গাজায় অবনতিশীল মানবিক পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। গত মাসে ইসরায়েল উত্তর ও দক্ষিণ গাজার মধ্যে প্রায় ৯০ শতাংশ মানবিক ত্রাণ সরবরাহ ঢুকতে দেয়নি কিংবা বাধা দিয়েছে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের পাঠানো চিঠিটি পর্যালোচনা করে দেখছে বলে জানিয়েছেন এক ইসরায়েলি কর্মকর্তা। তিনি বলেন, তার দেশ বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে এবং যুক্তরাষ্ট্রের উদ্বেগের বিষয়টি নিয়ে কথা বলতে ইচ্ছুক। ইসরায়েল এর আগে জানিয়েছিল, তারা উত্তর গাজায় হামাস যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। মানবিক ত্রাণ প্রবেশে তারা বাধা দিচ্ছে না।

সোমবার গাজা ক্রসিংয়ের দায়িত্বে থাকা ইসরায়েলি বাহিনী বলেছে, বিশ্ব খাদ্য কর্মসূচির ৩০টি ট্রাক ভর্তি ত্রাণ ইরেজ ক্রসিং দিয়ে উত্তর গাজায় ঢুকেছে। তবে এই ত্রাণ ছিল দুই সপ্তাহ পর গাজায় ঢোকা প্রথম ত্রাণের বহর। ওই দুই সপ্তাহে উত্তর গাজায় কোনও ত্রাণ সরবরাহ করা যায়নি বলে জাতিসংঘ জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসেনাবাহিনীতে যোগ দিতে ১৪ লাখ তরুণ আবেদন করেছে : উত্তর কোরিয়া
পরবর্তী নিবন্ধআরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের যুব দল ঘোষণা