ইসরাত জাহান পান্নার প্রথম কবিতার বই ‘’কুমড়ো ফুলের দিনে’

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ২৩ ডিসেম্বর, ২০২১ at ২:২৪ অপরাহ্ণ

এবারের অমর একুশে বইমেলায় আসছে ইসরাত জাহান পান্নার প্রথম কাব্যগ্রন্থ ‘কুমড়ো ফুলের দিনে’। বইটি প্রকাশ করছে কবিতা প্রকাশনী। প্রচ্ছদ করেছেন চারু পিন্টু। কাব্যগ্রন্থটি প্রসঙ্গে ইসরাত জাহান পান্না বলেন, কুমড়ো ফুলের দিনে ৪৮টি কবিতা দিয়ে সাজানো হয়েছে। এটি আমার প্রথম কাব্যগ্রন্থ, সেজন্য প্রতিটা মূহূর্তে আমার ভেতরে একটা উত্তেজনা কাজ করছে। কোনো কিছুই ঠিক মত করে উঠতে পারছি না। সারাদিন কেমন জানি ফুলদের মত হয়ে থাকি। তিনি বলেন, বইটিতে আমি আমার অনুভূতিগুলো লিখতে চেয়েছি কাব্যের আশ্রয়ে। আশা করছি পাঠকদের কাছে তা উপভোগ্য হবে।

ইসরাত জাহান পান্নার জন্ম ও বেড়ে উঠা চট্টগ্রামে। পড়ছেন যোগাযোগ ও সাংবাদিকতা নিয়ে। বিভিন্ন দৈনিক পত্রিকা ও ওয়েবজিনে তার লেখা নিয়মিত প্রকাশিত হয়ে আসছে।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
পরবর্তী নিবন্ধলামায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ