ইসরাইলি হামলায় গাজায় শিশুসহ নিহত ১৩

| শনিবার , ১০ জানুয়ারি, ২০২৬ at ৬:৪৮ পূর্বাহ্ণ

গাজায় গত বৃহস্পতিবার ইসরাইলি বাহিনীর হামলায় পাঁচ শিশুসহ ১৩ জন নিহত হয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে। ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই ইসরাইল এ হামলা চালালো। খবর বার্তা সংস্থা এএফপি’র। খবর বাসসের।

সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেন, দক্ষিণ গাজায় বাস্তুচ্যুতদের আশ্রয় কেন্দ্রের একটি তাঁবুতে ড্রোন হামলায় তিন শিশুসহ চার জন নিহত হয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, ইসরাইলি বাহিনীর হামলায় গাজা উপত্যকার উত্তরে জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে ১১ বছর বয়সী এক কিশোরী নিহত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধত্রি কলা সংগীত একাডেমীর বর্ষ সমাপনী
পরবর্তী নিবন্ধগ্রিনল্যান্ডের বাসিন্দাদের ‘১ লাখ ডলার পর্যন্ত ঘুষ’ দেওয়ার চিন্তা ট্রাম্প প্রশাসনের