ইসরাইলের বিমান হামলায় গাজায় শিশুসহ ২০ ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার স্বাস্থ্যমন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। খবরে বলা হয়, রোববার (১০ মে) থেকে ছড়িয়ে পড়া উত্তেজনার এক পর্যায়ে হামাসের রকেট চালনার পর ইসরাইল এ বিমান হামলা করে। গতকাল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, উত্তর গাজায় বিমান হামলায় যারা নিহত হয়েছেন তাদের মধ্যে তিন শিশুও রয়েছে।
ইসরাইলি বাহিনীকে জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণ থেকে সরে যাওয়ার দাবিতে হামাসের রকেট হামলার পর বিমান হামলা চালায় ইসরাইল। এই স্থানে উত্তেজনা শুরুর পর থেকে ইসরাইলি পুলিশের তাণ্ডবে ৩০০ এর বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত আল আকসা মসজিদের সামনে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে।












