ইসরাইলি গণহত্যা রুখতে নতুন করে মুসলিম জাতিসংঘ ও ‘অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন’ (ওআইসি) ভুক্ত ৫৭টি মুসলিম দেশ নিয়ে ইসলামিক আর্মি গঠন করা সময়ের অনিবার্য দাবি বলে মন্তব্য করেছেন মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন মাইজভান্ডারী।
গতকাল সোমবার ফটিকছড়ি মাইজভান্ডার দরবার শরীফের রহমানীয়া মইনীয়া মাদরাসা ময়দানে মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, সর্বজনবিদিত যে, ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর অব্যাহত বর্বরোচিত হামলায় প্রতিদিন অসংখ্য নিরীহ নারী, শিশু ও বেসামরিক মানুষ নিহত এবং আহত হচ্ছেন–যা বিশ্ব বিবেককে স্তব্ধ করে দিয়েছে। শুধুমাত্র গত এক বছরে গাজায় শহীদ হয়েছেন ৫০ হাজারেরও বেশি মানুষ। এটি নিঃসন্দেহে ইতিহাসের ভয়াবহতম মানবাধিকার লঙ্ঘনের একটি দৃষ্টান্ত। অথচ মানবাধিকারের বুলি আওড়ানো যুক্তরাষ্ট্র নির্লজ্জভাবে সন্ত্রাসী ইসরাইলকে সমর্থন দিয়ে যাচ্ছে। এ পর্যন্ত জাতিসংঘও ইসরায়েলের বিরুদ্ধে কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। প্রেস বিজ্ঞপ্তি।