বাঁশখালীর বাহারছড়ার জহুর চৌধুরীর বাড়ির মরহুম ছাবের আহমদ চৌধুরীর পুত্র ইসকান্দর চৌধুরী (৫৬) গত শুক্রবার রাত পৌনে ৩টায় চমেক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজেউন)। তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩ নম্বর সার্কেলের ট্যাক্স কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে , ২ ভাই, ২ বোনসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান। গতকাল শনিবার দুপুর ২টায় বাহারছড়ার জহুর চৌধুরীর বাড়ি এলাকায় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ইসকান্দর চৌধুরীর মৃত্যুতে চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক (যুগ্ম সচিব), ভারপ্রাপ্ত সচিব ও প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম গভীর শোক প্রকাশ করেন।