জাপানের বিদায়ী প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার স্থলাভিষিক্ত হতে ক্ষমতাসীন দলের প্রথম সাংসদ হিসেবে নির্বাচনী দৌড়ে নামার ঘোষণা দিয়েছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতসু মোতেগি। খবর বিডিনিউজের।
এদিকে প্রধানমন্ত্রীর পদত্যাগ ও নতুন নেতা বেছে নেওয়ার রাজনৈতিক অনিশ্চয়তায় বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশটিতে মুদ্রা ও শেয়ার বাজারে ব্যাপক অস্থিরতাও দেখা যাচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এক বছরেরও কম সময়ের মধ্যে পার্লামেন্টের উচ্চকক্ষ ও নিম্নকক্ষের ভোটে দল আর জোটের বিপর্যয়ের দায়ভার নিজের কাঁধে নিয়ে রোববার ইশিবা প্রধানমন্ত্রী হিসেবে তার সংক্ষিপ্ত মেয়াদের ইতি টানেন। জীবনযাপনের খরচবৃদ্ধি নিয়ে ভোটারদের অসন্তোষে ইশিবার লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও ক্ষমতাসীন জোট পার্লামেন্টের উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে এলডিপিই বেশিরভাগ সময় জাপান শাসন করে আসছে। পদত্যাগের ঘোষণা দিয়ে রোববার এলডিপির নেতা ইশিবা জানান, তিনি তার দলকে জরুরিভিত্তিতে পরবর্তী নেতা বেছে নেওয়ার কার্যক্রম শুরু করার নির্দেশনা দিয়েছেন। নেতৃত্ব নির্বাচনের এই ভোট ৪ অক্টোবর করার পরিকল্পনা করছে এলডিপি, বিষয়টি সম্বন্ধে জানে দলের এমন এক ঊর্ধ্বতন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই বলেছেন। রক্ষণশীল আর্থিক নীতির সমর্থক সানায়ে তাকাইচিসহ ইশিবার সম্ভাব্য উত্তরসূরীরা বিশ্বের সবচেয়ে ঋণগ্রস্ত শিল্পোন্নত অর্থনীতির দেশটিতে সরকারি ব্যয় বাড়াতে পারেন এ আশঙ্কায় সোমবার জাপানি মুদ্রা ইয়েনের দরপতন, অন্যদিকে শেয়ারবাজারে উত্থান দেখা গেছে। প্রতিষ্ঠার পর সবচেয়ে বাজে সংকটের মুখোমুখি হয়েছে এলডিপি। দেশে–বিদেশে যেসব গুরুতর চ্যালেঞ্জের মুখে আমরা রয়েছি তা মোকাবেলা আমাদের দ্রুতই ঐক্যবদ্ধ হতে হবে এবং দেশকে সামনে এগিয়ে নিতে হবে,” দলের নেতা হওয়ার দৌড়ে নামার ঘোষণা দেওয়া ৬৯ বছর বয়সী মোতেগি সোমবার সাংবাদিকদের এমনটাই বলেছেন। জাপান সরকারের শীর্ষ মুখপাত্র ও মন্ত্রিসভার প্রধান সমন্বয়কারী ইয়োশিমাসা হায়াশিও নেতৃত্ব নির্বাচনে নামতে আগ্রহী বলে তার ঘনিষ্ঠ একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে।








